নেইমারের প্যারিস ছাড়াটা আগে থেকেই এক প্রকার নিশ্চিত ছিল। নতুন করে পিএসজির সাথে চুক্তি নবায়নের পরে নেইমারকে প্যারিস ছাড়া করতে উঠে পড়ে লেগেছেন। এমনিতেই মেসি, নেইমার, এমবাপ্পের মত তিন তারকার বেতনের ভারে পিষ্ট পিএসজি কতৃপক্ষ তার ওপর সতীর্থ আর টিম ম্যানেজমেন্টের সাথে ঝামেলা বাঁধিয়ে নিজের প্যারিস ছাড়া রাস্তাটা নিশ্চির করেছেন নেইমার নিজেই।
গত গ্রীষ্মকালীন দলবদলেই নেইমারকে দলে ভেরাতে চেয়েছিলো ইংলিশ জায়ান্ট চেলসি। কিন্তু আলোচনা খুব বেশি গতি পায়নি সেবার। এবার পিএসজি নেইমারকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়ায় আবারো আলোচনায় চেলসি। প্যারিস ছাড়ার পর নেইমারে সম্ভাব্য গন্তব্য হিসেবে ইংলিশ কোনো ক্লাবের সম্ভাবনাই বেশি দেখছিলেন সকলে।
ফ্রান্সের প্রভাবশালী গণমাধ্যম লা প্যারিসিয়াস দাবি করছে, নেইমারের ব্যাপারে আলোচনা করতে চেলসির অন্যতম মালিক টোড বোহলির সাথে আলোচনায় বসেছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি।
রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে ভেরালেও এখন সেই নেইমারই যেন গলার কাটা পিএসজির জন্য। একে তো ইনজুরি প্রবণ, তার ওপর এমবাপ্পের শর্ত আর সর্বশেষ সতীর্থ আর স্পোর্টিং ডিরেক্টরের সাথে বিবাদে জড়িয়ে ড্রেসিং রুমের পরিবেশকে নষ্ট করেছেন নেইমার। তাই নেইমারের প্যারিস ছাড়া এখন অনেকটাই সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে।
ফ্রান্সের ঘরোয়া ফুটবলে সর্বজয়ী পিএসজি নেইমারকে দলে টেনেছিলো অধরা ইউরোপ শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে। কিন্তু পাঁচ মৌসুম পার হলেও এখনো পিএসজিকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দিতে পারেননি নেইমার। তাই সামনের মৌসুমে মেসি, নেইমার দুইজনকেই ছেড়ে দিয়ে নতুন ভাবে দল ঢেলে সাজানোর উদ্যোগ নিতে পারে পিএসজি, এমন্টাই জানাচ্ছে ফরাসি বিভিন্ন সংবাদ মাধ্যম।