সর্বশেষ কোন মৌসুম নেইমার বড় কোনো ইনজুরি ছাড়া কাটিয়ে দিয়েছেন সেটাই যেন খুঁজে বের করা দায়। নেইমার প্রতি মৌসুমেই বড় একটা সময় মাঠের বাইরে থাকবেন সেটাই যেন নিয়তি। গত ২০ ফেব্রুয়ারী লিগ ওয়ানে লিলের বিপক্ষে ম্যাচে পাওয়া চোট যে গুরুতর ছিল তা বোঝা গেছে আগেই। পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল, অস্ত্রোপচার লাগবে নেইমারের। ইনজুরিতে তাই এই মৌসুম শেষ ব্রাজিলিয়ান পোস্টার বয়ের।
ক্যারিয়ারের শুরু থেকেই নেইমারে সঙ্গী চোট। নেইমারের ক্যারিয়ারের আরাধ্য স্বপ্ন ব্যালন ডি অর বা বিশ্ব সেরা খেলোয়াড়ের স্বীকৃতি জেতার পথেও অন্যতম বড় বাঁধা ছিল এই ইনজুরি। বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেবার পর সেই ইনজুরি যেন আরো নিয়মিত ভাবে দেখা দিচ্ছে নেইমারের জন্য। ২০১৭ সালে প্যারিসে আসার পর থেকে প্রতি মৌসুমেই বড় একটা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন নেইমার।
ডান পায়ের গোড়ালিতে ১৫ দিন আগে পাওয়া নেইমারের চোট নিয়ে সোমবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে পিএসজি। আনুষ্ঠানিক বিবৃতিতে পিএসজি জানায়, কাতারের দোহার একটি হাসপাতালে হবে নেইমারের অস্ত্রোপচার। খুব দ্রুত সময়ের মধ্যেই অস্ত্রোপচার সম্পন্ন করা হবে। দলের সাথে অনুশীলনে ফিরতে নেইমারের আরো তিন থেকে চার মাস সময় লাগবে।
মৌসুমের এই পর্যায়ে এসে নেইমারের ছিটকে যাওয়া বড় ধাক্কা পিএসজির জন্য। লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার দৌড়ে অনেকটা এগিয়ে থাকলেও পিএসজির আরাধ্য চ্যাম্পিয়নস লিগে এখন শেষ ষোলো থেকেই বাদ পড়ার শঙ্কায় আছে পিএসজি। ঘরের মাঠে বায়ার্নের কাছে ১-০ গোলে হেরে বিদায় অনেকটা নিশ্চিত করে ফেলেছে পিএসজি। নেইমারকে ছাড়া কঠিন কাজটা তাই আরো কঠিন হবে এখন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের জন্য।
মৌসুম শেষে নেইমারের পিএসজি ছাড়া অনেকটাই নিশ্চিতই ছিল। গত মাসে টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের সাথে ঝামেলায় জড়িয়ে নিজেই প্যারিস ছাড়ার রাস্তা এগিয়ে নেন নেইমার। ইনজুরির কারণে মৌসুম শেষ হয়ে যাওয়ায় লিগ ওয়ানের লিলের বিপক্ষের ম্যাচটিই হয়ে থাকতে পারে পিএসজির জার্সিতে নেইমারের শেষ ম্যাচ।