আসন্ন গ্রীষ্মকালীন দলবদলকে সামনে রেখে নতুন মৌসুমের পরিকল্পনা সাজাচ্ছে রিয়াল মাদ্রিদ। সেই লক্ষ্যেই কিনা বেশ কয়েকজন তারকা ফুটবলারকে ছেড়ে দেয়ার পরিকল্পনা করছে লস ব্ল্যাংকোসরা। আসুন দেখে নেয়া যাক নতুন মৌসুমে ক্লাব ছাড়তে পারেন কোন কোন রিয়াল মাদ্রিদ তারকা।
- আন্দ্রি লুনিন
ভবিষ্যতের কথা ভেবেই ইউক্রেনের এই তরুণ গোলরক্ষককে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু এই মৌসুমে নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়ার ইনজুরিতে বেশ কিছু সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে পারেননি।
বিশেষ করে ওসাসুনার বিপক্ষে হজম করেছেন হাস্যকর এক গোল। প্রতিপক্ষের আক্রমণের সময় অসাবধানতাবশত লাইন থেকে অনেকটা সামনে ছিলেন, সেই ভুলের সুযোগ নিয়েই গোল করে বসেন কিকে গার্সিয়া। সেই ম্যাচের পরই মাদ্রিদের স্কাউটদের নতুন ব্যাকাপ কিপারের খোঁজে নামতে জানান কার্লো আনচেলত্তি।
- আলভারো ওদ্রিওজোলা
তরুণ এই স্প্যানিশ রাইটব্যাককে কখনোই ভরসা করতে পারেননি রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি। ২০২২ মৌসুমেও কোনো ম্যাচে মাঠে নামতে পারেননি। ফলে গত গ্রীষ্মেও তাঁকে অন্য কোনো ক্লাবে পাঠাতে চেষ্টা করেছিল রিয়াল।
এবারের মৌসুমেও চার ম্যাচে মাঠে ছিলেন মোটে ৭৮ মিনিট। ২৭ বছর বয়সী এই রাইটব্যাকের চুক্তির বাকি আর মাত্র এক বছর। এবারের গ্রীষ্মেই তাই ওদ্রিওজোলাকে ছেড়ে দেবার মরিয়া চেষ্টা করবে রিয়াল ম্যানেজমেন্ট।
- হেসুস ভালেহো
হেসুস ভালেহোকেও মূল দলের সাথে রাখা হয়েছিল ভবিষ্যতের কথা ভেবে। সবাই ধারণা করেছিলেন সার্জিও রামোস এবং রাফায়েল ভারানের বিদায়ের পর মাদ্রিদ রক্ষণের হাল ধরবেন এই স্প্যানিশ। কিন্তু সে আশায় গুঁড়েবালি, স্প্যানিশ এই তারকা যেন নিজেকে হারিয়ে খুঁজছেন।
এবারের মৌসুমে ওদ্রিওজোলার চাইতেও কম সময় মাঠে ছিলেন এই সেন্টারব্যাক। মাত্র ৬৭ মিনিট তাঁকে খেলানোর সাহস দেখিয়েছেন কার্লো আনচেলত্তি। ২০২৫ সাল পর্যন্ত ভালেহোর সাথে চুক্তি থাকলেও এবারের মৌসুমেই তাঁকে ছেড়ে সিদ্ধান্ত নিয়েছে মাদ্রিদ ম্যানেজমেন্ট।
- এডেন হ্যাজার্ড
রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে বাজে দলবদলের ঘটনা ভাবা হয় এডেন হ্যাজার্ডের সাইনিংকে। বড় আশা নিয়েই বিশাল অংকের ট্রান্সফার ফি’র বিনিময়ে চেলসি থেকে এই বেলজিয়ানকে দলে টেনেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে আসার পর থেকেই যেন পতনের শুরু হ্যাজার্ডের।
একের পর এক ইনজুরিতে মাদ্রিদ ক্যারিয়ারের বেশিরভাগ সময় মাঠের বাইরেই থাকতে হয়েছে হ্যাজার্ডকে। নিজের সময়ের প্রায় এক তৃতীয়াংশ ম্যাচই তাঁকে দেখতে হয়েছে স্টেডিয়ামের বসে।
চুক্তির এক বছর বাকি থাকলেও হ্যাজার্ডকে মাদ্রিদ রাখতে পারছে না তাঁর বিশাল বেতনের কারণে। সেই কারণেই এবারের দলবদলে তাঁকে নতুন দল খোজার কথা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট।
- মার্কো আসেনসিও
ক্যারিয়ারের শুরুর দিকে রীতিমতো ধূমকেতুর ন্যায় আবির্ভাব মার্কো আসেনসিওর। পুরনো ঝলক ধরে রাখতে না পারলেও এবারের মৌসুমে তেমন মন্দ করেননি। ছয় গোলের পাশাপাশি পাঁচ গোলে অবদান আছে এই উইংগারের।
কিন্তু ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোর উড়ন্ত ফর্মের কারণে মাদ্রিদের একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন না আসেনসিও। সেই কারণেই এবারের মৌসুম শেষে তাঁর দল ছাড়ার সম্ভাবনা প্রবল। তবে গুঞ্জন আছে মাদ্রিদ ম্যানেজমেন্ট তাঁকে ব্যাকাপ হিসেবে থাকার জন্য নতুন চুক্তির প্রস্তাব দেবে।
- মারিয়ানো দিয়াজ
অলিম্পিক লিওনে মারিয়ানো দিয়াজের উড়ন্ত ফর্মের সুবাদে করিম বেনজেমার ব্যাকাপ হিসেবে তাঁকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু জিনেদিন জিদান কিংবা কার্লো আনচেলত্তি কেউই মারিয়ানোকে খেলানোর আগ্রহ দেখাননি।
এবারের মৌসুমেও বদলায়নি সে দৃশ্য, আট ম্যাচে মাত্র ৫৬ মিনিট মাঠে থাকার সৌভাগ্য হয়েছে। এবারের মৌসুম শেষেই তাঁর সাথে চুক্তি মেয়াদ শেষ হচ্ছে রিয়াল মাদ্রিদের এবং বলাই বাহুল্য তাঁর সাথে চুক্তি নবায়ন করবে না লস ব্ল্যাংকোসরা।