ধারাবাহিক ভাবে রান পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ক’দিন আগেই যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের বন্যা হত, আজ তিনি নায়ক। টানা দুই ম্যাচে জয়ের নায়ক তিনি। অধিনায়ক সাকিব আল হাসান কিংবা বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন – সবার মুখেই এখন শান্তর প্রশংসা।
আজ বেশ কঠিন অবস্থা থেকে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন শান্ত। দ্রুততম সময়ে মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান আর আফিফ হোসেন ধ্রুব আউট হওয়ার পর শঙ্কা ছিল হারের। তবে, শান্তর ওপর ভরসা ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের।
তিনি ম্যাচ শেষে বলেন, ‘‘আজ যখন শেষ উইকেটটা পড়ল আমাদের, তখন তো আশপাশের সবাই বলছে যে ম্যাচটা হেরে গেলাম! আমাদের ব্যাটসম্যান নেই। আমি বলেছি অবশ্য, না… না… আমাদের ব্যাটসম্যান আছে। আর রান তো এমন বেশি কিছু না, এটা পারা উচিত।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম প্রথম ম্যাচ জেতার পর মাঠে আমার সঙ্গে যখন শান্তর দেখা হয়, আমি শুধু ওকে একটা কথাই বলেছিলাম, সে জন্য যে হয়েছে তা না। একটাই কথা বলেছিলাম—তুমি আউট হলে কেন? শেষ করতে এসে তোমার শেষ করা উচিত ছিল। খুব ভালো খেলেছ, ভালো কথা। কিন্তু তোমার শেষ করে আসা উচিত ছিল। আজকে শান্ত শেষ করেই এসেছে।’
দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নাজমুল হাসান পাপন। তিনি মনে করেন টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য অভাবনীয় এক সাফল্য। তিনি বলেন, ‘শান্ত আউট হয়ে গেলে আমাদের বিপদ আরো বাড়তেই পারত। তো, সেদিক দিয়ে আমি অত্যন্ত খুশি। দলের সাহস নিয়ে, ভয়ডরহীন ক্রিকেট আর ফিল্ডিং নিয়ে আমার কখনোই সন্দেহ ছিল না।’
এই সাফল্যের যাত্রার কথা স্মরণ করে পাপন বলেন, ‘এই জিনিসগুলো আস্তে আস্তে হয়েছে। টি-টোয়েন্টিতে ভালো করতে আমার হুট করে শ্রীধরন শ্রীরামকে আনলাম। কোচিং স্টাফ বদলে দিলাম। এই সব কিছু একটা পরিকল্পনার মধ্য দিয়েই যাচ্ছে। এমন না যে আমরা খামাখা করছি। তাই আত্মবিশ্বাস ছিল যে ওরা ভালো করবে। কিন্তু এত তাড়াতাড়ি যে ভালো করবে, ইংল্যান্ডের সঙ্গে জিতবে টি-টোয়েন্টিতে, এটা আসলেই… সিরিজ জিতবে ভাবি নাই।’