ইংল্যান্ডের বাংলাওয়াশ: ওয়াসিম জাফরকে ভনের কড়া জবাব

সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই রীতিমতো ইঁদুর বিড়াল লড়াই চলে দুই সাবেক ক্রিকেটার মাইকেল ভন ও ওয়াসিম জাফরের মধ্যে। কেউ কাউকে ছেড়ে কথা বলেন না মোটেও। বাংলাদেশের কাছে ইংল্যান্ডের ধবলধোলাই হবার পর সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকে খোঁচা দিতে ছাড়েননি ওয়াসিম জাফর।

মাইকেল ভনের কাছ থেকেও যে এর পাল্টা জবাব আসছে তা মোটামুটি নিশ্চিতই ছিল। সেই জবাব দিতে একদিনের বেশি সময় নিলেন না ভন।

টি-টোয়েন্টিতে রীতিমতো দুর্বল দল বাংলাদেশ। অন্যদিক মাত্র চার মাস আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ইংলিশরা। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে উড়িয়ে দেবে সেটিই প্রত্যাশিত ছিলো। কিন্তু হলো তার ঠিক উল্টোটা। বাংলাদেশের কাছে পাত্তাই পায় নি জস বাটলারের দল৷ ৩-০ ব্যবধানে হারের লজ্জা নিয়েই বাংলাদেশ ছাড়তে হয়েছে ইংলিশদের।

ইংল্যান্ডের এমন ধবল ধোলাই হবার পরই ভনকে খোচা দিয়ে জাফর টুইট করেছিলেন, ‘হ্যালো, মাইকেল ভন। অনেকদিন দেখা হয় না।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে হাইপারফরম্যান্স ইউনিটের সাথে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করা ওয়াসিম জাফরের এই টুইট বেশ ভাইরাল হয়।

এমনিতেই বাংলাদেশের মত দলের কাছে হোয়াইটওয়াশের লজ্জা, তার উপর ওয়াসিম জাফরের এমন খোঁচা নিশ্চিতভাবেই ভালোভাবে নেননি ভন। ভনের পক্ষ থেকে যে পাল্টা জবাব আসবে তার ব্যাপারে মোটামুটি নিশ্চিত ছিলেন নেটিজেনরা।

এক টুইটার ব্যবহারকারী ভনকে ট্যাগ করে টুইট করেন, ‘বিশ্বচ্যাম্পিয়নদের বাংলাদেশের কাছে ৩-০ তে সিরিজ হার নিয়ে কিছু টুইট করুন।’ ওয়াসিম জাফরের খোঁচার জবাবে ভারত দলকে উল্টো খোঁচা মারলেন ভন। প্রায় এক যুগ ধরে কোনো আইসিসি ট্রফি জেতেনি ভারত। অন্যদিকে সাদা বলের ক্রিকেটের দুই ফরমেটেরই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। হোয়াইটওয়াশ নিয়ে খোঁচার জবাব দিতে টিম ইন্ডিয়ার ট্রফি খড়াকেই বেছে নিলেন ভন।

টুইটারে ভন লেখেন, ‘হ্যাঁ, তারা ৩-০ ব্যবধানে হেরেছে। কিন্তু তারা এখনো বিশ্বচ্যাম্পিয়ন। ইংল্যান্ড বিশ্বকাপ জেতার ক্ষেত্রে খুব ভালো করছে। এটি খুব ভালো একটি অভ্যাস। ভারতেরও উচিত ইংল্যান্ডের মত চেষ্টা করা এবং তাদের অনুসরণ করা।’ পরে ওয়াসিমের টুইটের জবাবে টি-টোয়েন্ট বিশ্বকাপ ট্রফি হাতে জস বাটলারের ছবি পোস্ট করেন ভন।

ভন আর ওয়াসিম জাফরের এমন একে অপরের পেছনে লাগার ইতিহাস অবশ্য বেশ পুরোনো। সুযোগ পেলেই একে অন্যকে লজ্জা দিতে ছাড়েন না সাবেক এই দুই ক্রিকেটার। পাঞ্জাব কিংসের কোচ হবার পর ওয়াসিম জাফরের সামর্থ্য নিয়েই মজা করেছিলেন ভন। এর আগে আয়ারল্যান্ডের কাছে হারার পর ইংল্যান্ড দলকে নিয়ে ভনকে লজ্জা দিতে ছাড়েননি ওয়াসিম জাফরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link