অস্ত গেছে যে সূর্য

সুরিয়াকুমার যাদব নামটাই যেন একটা ধাঁধা হয়ে গেছে এই মূহুর্তে। নাহলে টি-টোয়েন্টির বিশ্বসেরা ব্যাটার কেনই বা ওয়ানডে ফরমেটে এভাবে ধুঁকবেন? শুধু ধুঁকবেন বললেও হয়তো কম বলা হয়।

একজন ব্যাটার পরপর তিন ম্যাচে গোল্ডেন ডাক মেরেছেন এই ব্যাপারটিই অন্তত ভারতীয় ক্রিকেটে ঘটেনি এর আগে। ছোট মরমেটে যেই ব্যাটারের সামনে দুনিয়ার সব বোলাররা অসহায় বনে যান, সেই ব্যাটারকেই কিনা দারুণ অসহায় লাগছে ওয়ানডে জার্সিটাতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকেই টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের এক নম্বর ব্যাটার সুরিয়াকুমার যাদব। কিন্তু এই সুরিয়াকেই কিনা ওয়ানডে ফরমেটে বেশ অচেনা লাগে।

শুধু অস্ট্রেলিয়া সিরিজেই নয়, এই পর্যন্ত ২৩ টি ওয়ানডে খেলে ফেলা সুরিয়া যেন ওয়ানডের সুরটাই ধরতে পারেননি এখনো। সুরিয়া সহ অন্য ব্যাটারদের ব্যর্থতায় পাঁচ বছর পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারলো ভারত।

প্রথম দুই ম্যাচেই প্রথম বলে প্রায় একই ভাবে মিশেল স্টার্কের বলে এলবিডাব্লিউর শিকার হয়ে আউট হন সুরিয়া। তৃতীয় ম্যাচে বাঁহাতি স্পিনার এস্টন অ্যাগারের বলে হন বোল্ড। এমন চরম দু:সময়েও অধিনায়ককে পাশেই পাচ্ছেন সুরিয়া।

রোহিত মনে করেন তিন দিন তিনটি ভালো বলে আউট হয়ে গেছেন সুরিয়া। তাছাড়া রোহিতের করা ২০১৮ সালের একটু টুইট সামনে এনে আলোচনা করছেন ভক্তরা। যেখানে সুরিয়াকে উদ্দেশ্য করেই রোহিত লিখেছিলেন, ‘সূর্য কাল আবার উঠবে।’

রোহিত বলেন, ‘সে তিন ম্যাচে মাত্র তিনটিই বল খেলেছে। আমি জানি না কিভাবে বিষয়টি দেখা হবে। সে তিনটি দারুণ বল মোকাবেলা করেছে সত্যি কথা বলতে গেলে। তবে আজকেরটি (তৃতীয় ম্যাচের) খুব ভালো বল ছিলো না। সে সবই জানে। সে স্পিন খুব ভালো খেলে। যার জন্যই তাকে আমরা এই ভূমিকায় খেলাচ্ছি। যেন সে শেষ ১৫-২০ ওভারে নিজের খেলাটা খেলতে পারে। কিন্তু দূর্ভাগ্যবশত সে তিনটি বলই খেলতে পেরেছে মাত্র। এটি যে কারো সাথেই হতে পারত। কিন্তু তাঁর সম্ভাবনা এবং সামর্থ্য দুটোই আছে। সে শুধুমাত্র খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।’

সুরিয়ার এমন পারফরম্যান্সের পর ওয়ানডেতে সুরিয়া চলে কি না সে নিয়েও উঠেছে প্রশ্ন। ২৩ ওয়ানডে খেলে ২৪.০৬ গড়ে মাত্র ৪৩৩ রান বেশ খানিকটা খারাপই বলতে হবে।

তবে, টি-টোয়েন্টিতে যার এমন দুর্দান্ত রেকর্ড তিনি কেন ওয়ানডেতে ব্যর্থ্য হবেন সেটিই কৌতুহলের জায়গা সবার। তবে অধিনায়কের ভরসার হাত নিশ্চই খানিকটা হলেও আশা যোগাবে সুরিয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link