পর্তুগালের জার্সিতে রোনালদোর আরও এক রেকর্ডের রাত

শুধু একাদশেই ফিরলেন না, করলেন জোড়া গোলও। ফুটবলে ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড করার দিনটি তাই দারুণ ভাবে রাঙিয়ে রাখলেন সিআর সেভেন।

কাতার বিশ্বকাপে পর্তুগালের প্রথম একাদশ থেকে বাদ পড়ার পর অনেকেই ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু নতুন কোচ রবার্তো মার্টিনেজের দলে প্রথম একাদশেই জায়গা পেলেন প্রজন্মের অন্যতম সেরা এই ফুটবলার।

শুধু একাদশেই ফিরলেন না, করলেন জোড়া গোলও। ফুটবলে ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড করার দিনটি তাই দারুণ ভাবে রাঙিয়ে রাখলেন সিআর সেভেন।

বিশ্বকাপে সাবেক কোচ ফার্নান্দো সান্তোসের প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন রোনালদো। এ নিয়ে কোচের সাথে জড়িয়েছিলেন দ্বন্দে। রোনালদো তাই আবারো পর্তুগালের জার্সিতে মাঠে নামতে পারবেন কিনা সেটি নিয়েই তৈরি হয়েছিলো প্রশ্ন। তবে মরক্কোর কাছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারার পর বরখাস্ত হন সান্তোস। নতুন কোচ রবার্তো মার্টিনেজের প্রথম এসাইনমেন্ট ছিলো এই ইউরো ২০২৪ এর বাছাইপর্ব।

 

লিসবনে ইউরোর বাছাইপর্বের ম্যাচে লিখটেনস্টাইনের বিপক্ষে ৪-০ গোলের অনায়াস জয়ে শুরু হয়েছে পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্টিনেজের যাত্রা। এই ম্যাচে মাঠে নামার সাথে সাথেই রোনালদো করলেন রেকর্ড। কুয়েতের বাদের আল-মুতাওয়ার রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার এখন এই পর্তুগীজ মহাতারকা।

প্রথমে পেনাল্টি থেকে নিজের প্রথম গোল করার পর ডি বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি কিক থেকে দুর্দান্ত আরেক গোল করেন রোনালদো। এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা এখন ১২০।

এমন পারফরম্যান্সের পর নিশ্চিতভাবেই কোচ মার্টিনেজের ২০২৪ ইউরো পরিকল্পনায় ভালোভাবেই আছেন রোনালদো। এছাড়া দায়িত্ব নেবার পরই এই কোচ জানিয়েছিলেন রোনালদোর অভিজ্ঞতাকে পর্তুগাল দলে কাজে লাগাতে চান তিনি। ইউরোপীয়ান ক্লাব ফুটবলে এখন আর না খেললেও রোনালদোর ধার যে পুরোপুরি শেষ হয়ে গেছে তা নিশ্চই এখনই বলা যাচ্ছে না।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...