ক্রিশ্চিয়ানো রোনলদোর ক্লাব ছাড়ার পর অনেক বড় আশা নিয়েই এডেন হ্যাজার্ডকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। রিয়ালের ইতিহাসের সবচেয়ে বড় সাইংনিং ছিলেন হ্যাজার্ড। ১০০ মিলিয়ন ইউরোতে চেলসি থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পরই।
তবে রিয়ালে আসার পর থেকে মাঠের চেয়ে পুনর্বাসন কেন্দ্র আর হাসপাতালেই বেশি সময় কাটিয়েছেন এই বেলজিয়ান। ক্যারিয়ারের শেষ কয়েক বছর ধরে নিজের পারফরম্যান্সের চেয়ে ইনজুরি নিয়েই বেশি ভাবতে হয়েছে এই ফরোয়ার্ডকে।২০১৮ সালে ১০০ মিলিয়ন বাজারমূল্যের হ্যাজার্ডের বর্তমান বাজারমূল্য এসে ঠেকেছে মাত্র পাঁচ মিলিয়ন ইউরোতে। মাত্র ৩২ বছর বয়সেই ক্যারিয়ারের অনেকটা শেষ প্রান্তেই চলে এসেছেন হ্যাজার্ড।
রিয়াল মাদ্রিদে আসার পর থেকে খুব বেশি একটা মাঠের নামার সুযোগই হয়নি হ্যাজার্ডের। ইনজুরির সাথে লড়াই তো আছেই, সেই সাথে পূর্ণ ফিট হ্যাজার্ডও যে কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় নেই সেটাও দিনের আলোর মতই পরিষ্কার। এদিকে কাতার বিশ্বকাপটাও যাচ্ছেতাই ভাবে কেটেছে হ্যাজার্ডের।
ইনজুরি নিয়েই খেলেছেন বিশ্বকাপে। সেই কারণেই হয়তো মাঠে খুঁজেই পাওয়া যাচ্ছিল না রাশিয়া বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করা হ্যাজার্ডকে। হ্যাজার্ডের প্রতি ক্ষুদ্ধ ছিলেন তাঁর বেলজিয়ান সতীর্থরাও। সেই কারণেই কিনা কাতার বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও দিয়ে দেন।
রিয়ালে এসেই যেন ক্যারিয়ারের বারোটা বাজিয়েছেন হ্যাজার্ড। এই মৌসুমে মোটামুটি অনেকটা সময় সুস্থ থাকলেও তাকে পরিকল্পনায় রাখেননি আনচেলত্তি। এমনকি শুরুর একাদশ বিশ্রাম দিয়ে বেঞ্চের শক্তি পরীক্ষা করার ম্যাচ গুলোতেও সুযোগ পাননা হ্যাজার্ড।
আনচেলত্তিকে অবশ্য প্রশ্নের মুখে পড়তে হয়েছিল হ্যাজার্ডকে অবহেলা করা নিয়ে। তখন আনচেলত্তি বলেছিলেন, ‘দলকে ভালো ফল এনে দেয়া আমার কাজ। সবাইকে খেলানো আমার কাজ নয়।’
এমন পরিস্থিতিতে এই মৌসুম শেষেই রিয়াল ছাড়াটা অনেকটাই নিশ্চিত হ্যাজার্ডের। চলতি মৌসুম প্রায় শেষের দিকে। কিন্তু এই পুরো মৌসুমে রিয়ালের হয়ে মাত্র ২৯৬ মিনিট মাঠে ছিলেন হ্যাজার্ড। তাই ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী হ্যাজার্ডের বর্তমান বাজারমূল্য এখন পাঁচ মিলিয়ন ইউরো। যেখানে রিয়ালে যোগ দেবার সময় এটি ছিল ১৫০ মিলিয়ন ইউরো।