২০০৮ সালে ভারতীয় তরুণ ক্রিকেটারদের বিশ্ব মঞ্চে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দিতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চালু করেছিল বিসিসিআই। বিশ্বসেরা সব ক্রিকেটারদের সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করার মাধ্যমে তরুণরা যাতে পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত হয়ে যায় সেটাই ছিল লক্ষ্য। ভারতের অভিজ্ঞ ক্রিকেটাররাও তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন কিভাবে নিজের খেলায় উন্নতি আনা যায়।
শুধু আইপিএল নয়, এই ধারাবাহিকতা আন্তর্জাতিক ক্রিকেটেও চলমান। আসুন দেখে নেয়া যাক, পাঁচ ভারতীয় অভিজ্ঞ ক্রিকেটারকে যারা প্রতিনিয়ত তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করে থাকেন।
- মহেন্দ্র সিং ধোনি
অধিনায়ক হিসেবে ভারত এবং চেন্নাই সুপার কিংসকে সম্ভাব্য সকল শিরোপাই জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বের পাশাপাশি ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করে আসায় সুনাম রয়েছে এই ক্রিকেটারের।
আইপিএল ক্যারিয়ারের প্রায় পুরোটা জুড়েই চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করে চারবার শিরোপা জিতিয়েছেন দলটিকে। বিভিন্ন সময়ে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছেন চেন্নাইতে। তাঁর কাঁধে ভরসার হাত রেখেছেন, সময় এবং সুযোগ দিয়েছেন প্রস্ফুটিত হওয়ার।
এখনো প্রায়ই ম্যাচ শেষে তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিতে দেখা দেয় এই তারকাকে। ধোনি আক্ষরিক অর্থেই গোটা বিশ্বের জন্যই এক আদর্শের নাম। ২০১৯ বিশ্বকাপে তাঁর কাছ থেকে টিপস পেয়েছেন বাংলাদেশের নুরুল হাসান সোহানও।
- বিরাট কোহলি
এখনো আইপিএল শিরোপার দেখা না পেলেও টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। ২০০৮ সালে অভিষেক হওয়ার পর থেকে ক্রমশই নিজেকে পরিণত করেছেন টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকাদের একজনে। আইপিএলে এখনো পর্যন্ত ২২৪ ম্যাচ খেলে ৬৭০৬ রান করেছেন এই তারকা।
তরুণ ক্রিকেটারদের উৎসাহ দিতে কখনোই কমতি ছিল না বিরাট কোহলির। ব্যাঙ্গালুরু কিংবা জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করার সময় তরুণদের সুযোগ দিয়েছেন এই তারকা। এখনো ব্যাঙ্গালুরুর ড্রেসিংরুমে তরুণদের বড় ভরসার নাম কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটেও এর ধারাবাহিকতা আছে। বাংলাদেশ সফরে যেমন তিনি জার্সি উপহার দিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজকে।
- রোহিত শর্মা
বর্তমানে তিন ফরম্যাটেই ভারত জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন রোহিত শর্মা। আইপিএলেও তাঁর অধীনেই টুর্নামেন্টের সবচেয়ে সফল দলে পরিণত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতে সবার উপরে আছে দলটি।
অধিনায়কত্বের শুরু থেকেই তরুণদের দলে প্রাধান্য দিয়েছেন রোহিত। সব সময়েই চেষ্টা করেছেন নিজের অভিজ্ঞতা তরুণদের সাথে ভাগাভাগি করে নিতে। কয়েক ম্যাচ পরপরই ড্রেসিংরুমে তরুণ ক্রিকেটারদের সাথে আলোচনা করেন এই তারকা।
- শচীন টেন্ডুলকার
ভারত তো বটেই গোটা ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। একমাত্র ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির সেঞ্চুরি করার মাইলফলক স্পর্শ করেছেন এই তারকা। মারকাটারি টি-টোয়েন্টির শুরুর দিকেও তিনি আবেদনটা ধরে রেখেছিলেন, ব্যাটিংয়ে যেন বুলিয়ে দিতেন মায়ার পরশ।
খেলা ছাড়ার পরও আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যুক্ত আছেন এই তারকা। সুযোগ পেলেই দলটির তরুণ ক্রিকেটারদের সাথে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন, পরামর্শ দেন উন্নতির জায়গাগুলোতে।
- ইরফান পাঠান
ভারত জাতীয় দলের সাবেক পেসার ইরফান পাঠান বর্ণাঢ্য এক ক্যারিয়ার কাটিয়েছেন। তাঁর বাঁ-হাতি পেসে পরাস্ত হয়েছেন বিশ্বসেরা সব ব্যাটসম্যানরা। এছাড়া ব্যাটিং অর্ডারের নিচের দিকে নেমে ঝড়ো সব ইনিংস খেলতে তাঁর জুড়ি মেলা ভার।
খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিলেও ক্রিকেটকে ভুলতে পারেননি এই তারকা। বর্তমানে কাজ করছেন স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে। তবে তরুণ ক্রিকেটারদের উন্নতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই তারকা। বিশেষ করে জম্মু-কাশ্মীরের ক্রিকেট উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। সুযোগ পেলেই তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিতে দেখা যায় তাঁকে।