চার ম্যাচের চারটিতে হেরে এরই মধ্যে টুর্নামেন্টে ব্যাকফুটে চলে গেছে দিল্লী ক্যাপিটালস। দলের মধ্যেও অধিনায়ক ডেভিড ওয়ার্নের ব্যাটিংয়ের ধরণ নিয়ে রয়েছে আলোচনা। এতসব কিছু মিলিয়ে একটা জয় খুবই দরকার ছিলো দিল্লীর ড্রেসিংরুমের জন্য।
কিন্তু, উল্টো ব্যাটিং ব্যর্থতায় বাজে ভাবে হেরে টুর্নামেন্ট থেকে সবার আগে ছিটকে যাবার পথে হাঁটছে দিল্লী। এবারের আইপিএলে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা মুস্তাফিজুর রহমানের আরো একটি খারাপ দিনে ব্যাঙ্গালুরুর কাছে ২৩ রানে হেরে গেছে দিল্লী ক্যাপিটালস।
ব্যাঙ্গালুরুতে টস হেরে ব্যাট করতে নেমে বরাবরের মতোই দলকে ভালো সূচনা এনে দেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও বিরাট কোহলি। তৃতীয় ওভারে প্রথমবারের মত আক্রমণে এসেই ১০ রান হজম করেন মুস্তাফিজ। কোহলি-ডু প্লেসির ৪২ রানের ওপেনিং জুটি ভাঙে সদ্যই বিয়ের ছুটি কাটিয়ে দিল্লীর একাদশে ফেরা মিচেল মার্শের বোলিংয়ে।
এরপর লমরোরকে নিয়ে ভালোই এগিয়ে যাচ্ছিলেন বিরাট। দলীয় ৮৯ রানে ললিত যাদবের বলে আউট হবার আগে বিরাট করেন ৩৪ বলে ৫০ রান। এরপর গ্লেন ম্যাক্সওয়েল ও সাহবাজ আহমেদদের ছোট ছোট ক্যামিওতে লড়াই করার পুঁজি পায় ব্যাঙ্গালুরু।
তিন ছক্কায় ১৪ বলে ২৪ রান করেন ম্যাক্সওয়েল আর তিন চারে ১২ বলে ২০ রান করব অপরাজিত থাকেন সাহবাজ আহমেদ। শেষ পর্যন্ত ছয় উইকেটে ১৭৪ রানে থামে ব্যাঙ্গালুরু। নির্বিষ বোলিংয়ে তিন ওভারে ৪১ রান দিয়ে উইকেট শূন্য থাকেন মুস্তাফিজুর রহমান।
টুর্নামেন্টে নিজদের প্রথম জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা দিল্লী হোঁচট খায় প্রথম ওভারেই। কোনো রান না করেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন পৃথ্বী শ। পরের ওভারেই শূন্য রান করে মিচেল মার্শও ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে দিল্লী।
শুরুর এই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি ক্যাপিটালস। দলীয় ৩০ রানে অধিনায়ক ডেভিড ওয়ার্নারও ফিরে গেলে তখন ৩০ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছে দিল্লী। এক প্রান্তে কিছুটা হাল ধরেন মানিশ পান্ডে। শ্রীলঙ্কান লেগ স্পিনার হাসারাঙ্গার বলে আউট হবার আগে ৩৮ বলে এক ছক্কা ও পাঁচ চারে ৫০ রান করেন মানিশ।
আরেক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় কখনোই জয়ের পথে ছিলো না দিল্লী। শেষ পর্যন্ত ১৫১ রানে থামে তারা। ২৩ রানে হেরে টুর্নামেন্টে পাঁচ ম্যাচের পাঁচটিতেই হারলো ডেভিড ওয়ার্নারের দল।
অন্যদিকে নিজেদের চতুর্থ ম্যাচে এসে দ্বিতীয় জয় তুলে নিলো কোহলি-ডু প্লেসিসরা। আর রিকি পন্টিং-সৌরভ গাঙ্গুলিদের নিয়ে গড়া দিল্লীর থিংক ট্যাংককে তাই এখনই চোখ রাঙাচ্ছে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া।