আবার আসছে পেসার হান্ট!

বিসিবি আয়োজিত এই ট্যালেন্ট হান্ট কার্যক্রম থেকে এর আগে উঠে এসেছেন রুবেল এবাদতদের মত পেসাররা। এবার রুবেল এবাদতদের উত্তরসূরী খুঁজে বের করতে চতুর্থবারের মত পেসার হান্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

‘পেসার হান্ট’ কথাটা শুনলেই বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের প্রথমে মাথায় আসার কথা রুবেল হোসেন আর এবাদত হোসেনদের কথা। বিসিবি আয়োজিত এই ট্যালেন্ট হান্ট কার্যক্রম থেকে এর আগে উঠে এসেছেন রুবেল এবাদতদের মত পেসাররা। এবার রুবেল এবাদতদের উত্তরসূরী খুঁজে বের করতে চতুর্থবারের মত পেসার হান্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের মাধ্যমে পেসার হান্ট পরিচালনা করলেও এবার বিসিবি চাইছে সম্পূর্ণ নিজেদের তত্ত্বাবধানে এই পেসার হান্ট আয়োজন করতে। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা পেস বোলিং প্রতিভা গুলো খুঁজে বের করতেই বিসিবির এই উদ্যোগ। ১৮ কোটি মানুষের বাংলাদেশে ক্রিকেটীয় প্রতিভার অভাব নেই বলেই বিশ্বাস করেন সবাই। তাই আগের কার্যক্রমের ধারাবাহিকতায় এবারও দারুণ সব প্রতিভাকে পাদপ্রদিপের আলোয় নিয়ে আসতে চায় বিসিবি।

২০০৪ সালে প্রথমবার পেসার হান্ট কার্যক্রম শুরু করে বিসিবি। এরপর ২০০৭ সালেই গ্রামীনফোনের পৃষ্ঠপোষকতায় এটি আয়োজিত হয় ২য় বারের মত। সেবারের আয়োজন থেকে বাংলাদেশ খুঁজে পেয়েছিলো রুবেল হোসেনের মত পেসার। পেসার হান্ট থেকে উঠে আসার মাত্র ২ বছরের মধ্যেই বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় রুবেলের। সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা এই পেস বোলিং প্রতিভা দেশকে জিতিয়েছেন ম্যাচের পর ম্যাচ।

২য় বার আয়োজনের সফলতায় ২০১৬ সালে আবারো পেসার হান্ট কার্যক্রম পরিচালনা করে বিসিবি। ‘রবি পেসার হান্ট’ নামক এই কার্যক্রমও ছিলো দারুণ সফল। বাংলাদেশ বিমান বাহিনীতে কাজ করা এবাদত হোসেন উঠে আসেন সেই পেসার হান্ট থেকে। পেসার হান্টের মাত্র তিন বছরের মাথায় ২০১৯ সালে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় এবাদতের। এরপর নিউজিল্যান্ডের মাটিতে দেশকে টেস্ট ম্যাচ জেতানোর মত অবিস্মরণীয় অর্জনও এনে দেন এই পেসার। এখন তিন ফরমেটেই বাংলাদেশ দলের নিয়মিত অংশ এবাদত।

এমন সফলতার ধারাবাহিকতায় এবারও দারুণ কিছু প্রতিভা তুলে আনতে চায় বিসিবি। তবে আগের তিন কার্যক্রমের চেয়ে ভিন্নতা রাখতে যাচ্ছে বিসিবি। এবার আর কারো মাধ্যমে পেসার হান্টে অংশগ্রহণ করতে হবে না পেসারদের। মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সেই ভিডিও বিসিবিতে পাঠানোর সুযোগ রাখা হতে পারে এবার। খুব দ্রুতই পেসার হান্টের সবকিছু বিস্তারিত জানাবে বিসিবি।

এবছরের শুরু থেকেই বিসিবি হেড অফ প্রোগ্রাম হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ার ডেভিড মুর। মুরের পরামর্শেই খুব দ্রুত পেসার হান্টের কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিসিবি। শুধু পেসার হান্টই নয়, মুরের পরামর্শে লেগ স্পিনার হান্টও আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...