চলছে পবিত্র রমজান মাস। এ মাসে সমাজে সুবিধাবঞ্চিত মানুষদেরকে সাহায্য করতে দেখা যায় অনেককেই। এবার সেই কাজের সাথে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পবিত্র রমজান মাসে সমাজের সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষেরাও যেন একটু ভালো থাকতে পারে সেই জন্যই এই প্রয়াস বিসিবি।
আগামীকাল দুপুর সাড়ে বারোটায় জাতীয় ক্রিকেট একাডেমি প্রাঙ্গনে খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করবে বিসিবি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও প্রচণ্ড তাপপ্রবাহ। দুই মিলিয়ে হতদরিদ্র মানুষদের নাজেহাল অবস্থা। এমন পরিস্থিতিতে বিসিবি তাই সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইছে।
বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংগঠন বিসিবি। ব্যাংকে বিসিবির হাজার কোটি টাকার এফডিআর নিয়েও মুখরোচক আলোচনা কম হয় না বাংলাদেশে। নিজেদের বিপুল পরিমাণ এই অর্থ শুধু ক্রিকেটই নয়, দেশের অন্যান্য খাতেও নানা সময় খরচ করে এসেছে বিসিবি।
কয়েকদিন আগেও নারী ফুটবলারদের উপহার স্বরূপ পঞ্চাশ লক্ষ টাকার উপহার বুঝিয়ে দিয়েছে ক্রিকেট বোর্ড। এছাড়াও প্রায় প্রতি রমজানেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের খাবার সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে সাহায্য করে থাকে ক্রিকেট বোর্ড।
এবার এই বিতরণ কার্যক্রমে স্বয়ং উপস্থিত থাকবেন ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, এমপি। নাজমুল হাসান নিজে উপস্থিত থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের হাতে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী তুলে দেবেন। এমনটাই জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।
ক্রিকেট বাংলাদেশের প্রতি স্তরের মানুষের এক আবেগের জায়গা। সেই ক্রিকেটের কর্তাদের কাছে স্বাভাবিকভাবেই মানুষের প্রত্যাশা থাকে বেশি। সেই প্রত্যাশা পূরণের সবসময়ই সচেষ্ট বিসিবি। দেশের প্রতিটি খাতে, প্রয়োজনীয় সহয়তা প্রদানে সময়ে সময়ে তৎপরতা দেখিয়েছে বিসিবি।
বিরুপ পরিস্থিতিতে হতদরিদ্র মানুষদের জন্যে আশীর্বাদ হয়ে আসতে পারে বিসিবির এই অনুদান। তাছাড়া বিসিবির এই অনুদানে অনুপ্রেরণা পেতে পারে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান। সে বিষয়টি সমাজে একটি ইতিবাচক চিন্তার ধারার বিস্তার ঘটাতে সহয়তা করবে নিশ্চয়ই।