সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আনচেলত্তি

এমনিতেও লা লিগা নিয়ে খুব একটা আশা ছিল রিয়াল মাদ্রিদের সেটা বলা যাবে না। মাত্র আট ম্যাচ হাতে রেখে বার্সেলোনার সাথে ১১ পয়েন্টের বিশাল ব্যবধান পেড়িয়ে শিরোপা জিততে অভাবনীয় কিছুই করতে হতো রিয়াল মাদ্রিদকে। এমন পরিস্থিতিতেও দুর্বল জিরোনার কাছে বিধ্বস্ত হয়ে উল্টো আরও লজ্জায় পড়তে হয়েছে রিয়ালকে। এমন হারের পর সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

আর্জেন্টাইন ফরোয়ার্ড কাস্তেয়ানোস স্বপ্নের মত এক রাত কাটালেন লা লিগার মঞ্চে। আর এক কাস্তেয়ানোসের কাছেই হেরে লা লিগার শিরোপা থেকে আরো দূরে ছিটকে গেল বর্তমান ইউরোপ সেরারা। ৩১ ম্যাচ শেষে ২০ জয় আর ছয় হার নিয়ে রিয়ালের পয়েন্ট এখন ৬৫। আর এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে বার্সেলোনা।

শিরোপা যে ইতোমধ্যেই হাতছাড়া হয়ে গেছে তা আনচেলত্তিও জানেন। জিরোনার কাছে পয়েন্ট খোয়ানোর চেয়ে রিয়ালের অসহায় আত্মসমর্পণ টাই বেশি চোখে লেগেছে রিয়াল ভক্তদের। এক তারি কাস্তেয়ানোসের কাছে যেন অসহায় ছিল রিয়ালের রক্ষন। দলের এমন বেহাল দশার দায় নিজের কাঁধেই নিতে চান আনচেলত্তি।

আনচেলত্তি বলেন, ‘এই ম্যাচ মাদ্রিদকে বোঝায় না। আমরা ক্ষমা চাইছি। তবে আমাদের অবশ্যই সামনে তাকাতে হবে।’ ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে রিয়ালের এমন হার যেন মৌসুমের বাকি অংশের জন্য অশনি সংকেতই দিচ্ছে রিয়াল ভক্তদের।

হারের দায় কাঁধে তুলে নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমরা আগের ম্যাচটির মতো আগ্রাসী হয়ে খেলতে পারিনি। আমাদের নিবেদনেরও যথেষ্ট অভাব ছিল। বল পায়ে আমরা ভালোই করছিলাম। কিন্তু বল পায়ে না থাকলে বেশ ফাঁকা জায়গা তৈরি হচ্ছিল।’

লা লিগার শিরোপা দৌড় থেকে ছিটকে গেলেও কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স লিগে সঠিক পথেই আছে আনচেলত্তি শিষ্যরা। সামনেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচ। গুরুত্বপূর্ণ এই দুই শিরোপা নিয়ে সমর্থকদের আশার বাণীই শোনালেন ইতালিয়ান এই কোচ।

সমর্থকদেরকে আনচেলত্তি বলেন, ‘আমরা বুঝতে পারছি যে আপনারা হতাশ হয়েছেন। আমরা ক্ষমা চাচ্ছি। তবে কোপা দেল রের ফাইনাল ও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আমরা ভালো কিছু করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link