রাজার বুদ্ধির কাছে পরাজিত ধোনির অধিনায়কত্ব

শেষ ওভারে প্রয়োজন ৯ রান। উইকেটে তখন পাঞ্জাবের দুই স্বীকৃত ব্যাটার সিকান্দার রাজা আর শাহরুখ খান। কিন্তু, বিপক্ষ দলের অধিনায়ক যখন মাহেন্দ্র সিং ধোনি তখন সেই নয় রানও যে অনেকটা কঠিন তা আর বলার অপেক্ষা রাখে না।

তবে, মস্তিষ্কের খেলায় ধোনি আর এবার জিততে পারলেন না। প্রথমবার আইপিএল খেলতে আসা সিকান্দার রাজার মস্তিষ্কের কাছে হারতে হলো ধোনির চেন্নাইকে।

আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার মাহেন্দ্র সিং ধোনি। ব্যাটার হিসেবে শেষ ওভারে প্রচণ্ড চাপেও ম্যাচ বের করে আনতে জুরি নেই ধোনির। আবার শেষ ওভারে বোলিং দলের অধিনায়ক হিসেবেও কম রান ডিফেন্ড করার বেশ সুখ্যাতি আছে তাঁর। তবে এদিন আর সিকান্দার রাজার সাথে পেরে উঠলেন না ধোনি।

চেন্নাইয়ে ক্ষনে ক্ষনে রঙ বদলানো ম্যাচে শেষ ওভারে তখন প্রয়োজন নয় রান। বোলিংয়ে এই মৌসুমে চেন্নাইয়ের ডেথ ওভার স্পেশালিস্ট হয়ে ওঠা মাথিশা পাথিরানা। পুরো টুর্নামেন্ট জুড়েই ডেথ ওভারে দারুণ বোলিং করে এসেছেন পাথিরানা। এই ম্যাচেও করলেন তাই। তাতে প্রথম পাঁচ বলে রাজা আর শাহরুখ মিলে নিতে পারলেন মোটে ছয় রান।

নতুন মালিঙ্গা হিসেবে খ্যাত পাথিরানা তখন চেন্নাইকে আরো একটি জয়ের খুব কাছাকাছি পৌঁছে দিয়েছেন। পাঁচটি দারুণ ডেলিভারি করা পাথিরানাই তখন ম্যাচের নায়ক হতে যাচ্ছেন। শেষ বলের আগে ফিল্ডিংয়ে কিছুটা রদবদল করলেন ধোনি।

স্কয়ার লেগের ফিল্ডারকে ত্রিশ গজ বৃত্তের ভেতরে নিয়ে এলেন। হয়তো পাথিরানাকে স্লোয়ার ডেলিভারি করার কথাই বলে এসেছিলেন ধোনি। স্লোয়ার ডেলিভারির পরিকল্পনা থাকায় লং অন,মিড উইকেট রাখেন বাউন্ডারি লাইনে।

ধোনির এই পরিকল্পনা বুঝতে পেরেছিলেন সিকান্দার রাজাও। স্লোয়ার ডেলিভারির জন্য যেন প্রস্তুত হয়েই ছিলেন তিনি। মস্তিষ্ক দারুণ ভাবে ঠাণ্ডা রেখে শেষ বলের জন্য আগেই সাফল করে প্রস্তুত ছিলেন রাজা।

পাথিরানা করলেনও তাই। লেগ স্ট্যাম্পের ওপর করা তাঁর এই স্লোয়ার বলটি শর্ট স্কয়ার লেগে থাকা ফিল্ডারের মাথার ওপর দিয়ে মারেন রাজা।

স্লোয়ার বল হওয়ায় খুব ভালো ভাবে টাইমিং করতে পারেননি তিনি। কিন্তু শর্ট স্কয়ার লেগে থাকা ফিল্ডার থিকসেনা সেই বলে কুড়িয়ে উইকেট রক্ষক ধোনির কাছে পাঠাতে পাঠাতে ততক্ষনে তিনবারের জন্য জায়গা বদল করে ফেলেছেন রাজা ও শাহরুখ।

সাত বলে ১৩ রানের ছোট্ট ইনিংসেও পাঞ্জাবের জয়ের নায়ক তাই রাজা। নিজের ক্রিকেট ক্যারিয়ারে খুব কম সময়ই হয়তো এমন পরিস্থিতিতে ম্যাচ হেরেছেন ধোনি। তবে এদিন ধোনির চেয়ে বেশি স্মার্টনেসের পরিচয় দিয়ে ম্যাচ বের করে এনেছেন এই জিম্বাবুইয়ান। তাই রাজার মস্তিষ্কের কাছে ধোনির বুদ্ধিমত্তার পরাজয় হয়েছে বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link