পাকিস্তানের বিপক্ষে আজ ৩৬৯ রানের বিশাল জুটি করেছেন কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। এই জুটিতে এমন কিছু বিশ্বরেকর্ড হয়নি। তবে বেশ কিছু মাইলফরক পার করেছেন তারা। সেগুলোই রইলো এখানে:
২
কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস আজ পাকিস্তানের বিপক্ষে ৩৬৯ রানের জুটি করেছেন। নিউজিল্যান্ডের ইতিহাসে টেস্টে এর চেয়ে বড় জুটি আছে আর ২টি। নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড এখনও মার্টিন ক্রো এবং অ্যান্ড্র জোন্সের। ১৯৯০-৯১ মৌসুমে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটনে তৃতীয় উইকেটে ৪৬৭ রানের এই জুটি করেছিলেন তারা। তালিকার দুই নম্বরে আছে টেরি জার্ভিস ও গ্লেন টার্নারের ৩৮৭ রানের জুটি। ১৯৭২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জুটি করেছিলেন উদ্বোধনী জুটিতে। তার মানে, ৩০ বছরের মধ্যে এটা নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের জুটি।
০
পাকিস্তানের বিপক্ষে এর আগে কখনোই নিউজিল্যান্ড ৩ শ রানের জুটি করতে পারেনি। এই দলটির বিপক্ষে এর আগে সর্বোচ্চ ২৯৭ রানের জুটি ছিলো। ২০১৪-১৫ মৌসুমে শারজাহতে ব্রেন্ডন ম্যাককালাম আর এই উইলিয়ামসন করেছিলেন জুটিটি। কার্যত আজকের এই জুটিটা পাকিস্তান-নিউজিল্যান্ডের পরষ্পরের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি। এর আগে পাকিস্তানের আসিফ ইকবাল ও মুশতাক মোহাম্মদ ৩৫০ রানের একটা জুটি করেছিলেন। ১৯৭২-৭৩ মৌসুমে ডানেডিনে ছিলো সেই জুটিটা।
২০০৯
সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে এর চেয়ে বড় জুটি হয়েছিলো ২০০৯ সালে। মাহেলা জয়াবর্ধনে ও থিলান সামারাবিরা ৪৩৭ রান করেছিলেন। সে বছর করাচি টেস্টে চতুর্থ উইকেটে যোগ হয়েছিলো এই রান। সেই সফরেই শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলা হয়েছিলো। আজকের ৩৬৯ রানের এই জুটিটি পাকিস্তানের বিপক্ষে টেস্টে চতুর্থ সর্বোচ্চ রানের জুটি। ১৯৫৭-৫৮ মৌসুমে জ্যামাইকাতে কনরাড হান্ট ও গ্যারি সোবার্স সর্বোচ্চ ৪৪৬ রানের জুটি করেছিলেন। এরপর ২০০৫-০৬ মৌসুমে বীরেন্দর শেবাগ ও রাহুল দ্রাবিড় করেছিলেন ৪১০ রানের জুটি। সেই টেস্ট ছিলো লাহোরে।
১
আজকের এই জুটিটির চেয়ে বড় রানের জুটি নিউজিল্যান্ডের মাটিতে আর একবারই হয়েছে। সেই মার্টিন ক্রো এবং অ্যান্ড্র জোন্সের ৪৬৭ রানের জুটি । ১৯৯০-৯১ মৌসুমে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটনে তৃতীয় উইকেটে এই জুটি করেছিলেন তারা। নিউজিল্যান্ডের মাটিতে তৃতীয় সর্বোচ্চ রানের জুটিতেও আছেন উইলিয়ামসন। বি জে ওয়াটলিংয়ের সাথে তিনি ৩৬৫ রানের জুটি করেছিলেন। ২০১৪-১৫ মৌসুমে ওয়েলিংটনে এই জুটিটা করেছিলেন তারা।
১৩
এই শতকে পাকিস্তানের বিপক্ষে এই নিয়ে ১৩টি তিন শতাধিক রানের জুটি হলো। যে কোনো দলের বিপক্ষে এই শতকে এটা সর্বোচ্চ। এই তালিকায় দুই নম্বরে আছে ভারত। তারা এরকম ৮টি জুটি হজম করেছে এই সময়ে। পাকিস্তানের বিষয়টা অবশ্য মজার। তারা ২০০০ সালের আগে ২৬১টি টেস্টে মাত্রও দু বার তিন শতাধিক রানের জুটির শিকার হয়েছিলো। আর এর পরে ১৭২ টেস্টেই তাদের বোলাররা ১৩ বার এই কাজ হতে দেখেছে। আরও মজার ব্যাপার হলো, টেস্টের সর্বশেষ ৩টি তিন শতাধিক রানের জুটিই হয়েছে এই পাকিস্তান দলের বিপক্ষে। এর আগে অবশ্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতও টানা তিনটি করে তিন শতাধিক রানের জুটি হজম করেছে।
১০৪১
উইলিয়ামসন ও নিকোলসের জুটি অবশ্য টেস্ট ক্রিকেটে নতুন কিছু নয়। গত তিন বছরে ১২টি টেস্টে তারা ১০৪১ রান করেছেন। এই সময়ের দ্বিতীয় সেরা রান স্কোরিং জুটি তাদের। সেরা জুটিটি বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানের। তারা এই সময়ে ১৯টি জুটিতে ১২৭৫ রান করেছেন। উইলিয়ামসন-নিকোলস ১২টি জুটিতে চার বার শতরান ও দু বার অর্ধশত রান পার করেছেন। রাহানে-কোহলি এই সময়ে ৫ বার শতরানের জুটি করেছেন।
ক্রিকইনফো অবলম্বনে