সবচেয়ে ভাল দর্শক কাদের? এমন একটা প্রশ্নের জবাবে তালিকার বেশ উপরের দিকেই থাকবে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা। এমন কি চলমান আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ধারাভাষ্যকক্ষ থেকেও বারবার প্রশংসা ভেসে এসেছে। বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা এর আগেও প্রশংসা কুড়িয়েছে বৈশ্বিক সব আসরে।
কিন্তু ঘরের মাঠে সেই বাংলাদেশি ভক্তরা ক্রিকেট ম্যাচ দেখা থেকে বঞ্চিত। রাজশাহীতে ঘাটি গেড়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলছে তারা ওয়ানডে সিরিজ। বহুকাল বাদে রাজশাহীর শহীদ কামারুজ্জাম স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। যদিও যুবা দল। তবুও তো ভিনদেশিদের বিপক্ষে খেলা।
স্বাভাবিকভাবেই জাতীয় দল না হওয়াতে আগ্রহ কম। কিন্তু তবুও গুটিকতক দর্শক উপভোগ করতে চান দুই দেশের যুবাদের লড়াই। কিন্তু সেই সুযোগটা মিলছে না তাদের। একেবারে শূন্য গ্যালারিতে লড়ে চলেছে যুবা টাইগাররা। স্টেডিয়ামে দর্শক প্রবেশ রয়েছে নিষেধাজ্ঞা। কারণটা নিরাপত্তা। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলেই নিরাপত্তার জন্য আবেদন করতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
সেই আহ্বান করেছেন বাংলাদেশের সাবেক খেলোয়াড় খালেদ মাসুদ পাইলট। রাজশাহীর মানুষেরাও বেশ ক্রিকেট পাগল। কিন্তু তবুও তারা বহুদিন বাদে ফেরা ক্রিকেট ম্যাচ মাঠে বসে উপভোগের সুযোগটুকু পাচ্ছে না। খানিকটা মনক্ষুন্ন হওয়ার মতই পরিস্থিতি।
দর্শকদের দিকটাও না হয় অগ্রাহ্য করা গেল। তাদের অনুভূতি হয়ত নিরাপত্তার চাইতে বড় কিছু নয়। তবে এক মাঠ ভর্তি দর্শকদের মাঝে খেলার আবহাওয়া নিশ্চয়ই ভিন্ন। বাংলাদেশের যুবারা সেই পরিবেশ পাওয়া থেকেও হচ্ছে বঞ্চিত।
টাইগার ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ তো এই যুবারাই করবে। তাদেরকে সেই আন্তর্জাতিক ম্যাচের আবহাওয়ার প্রস্তুতি করিয়ে নেওয়াটাও তো ক্রিকেটের জন্য জরুরি। তাতে করে জাতীয় দলে অভিষেকের সময়টায় অন্তত এই দর্শকদের চাপটা থেকে মুক্ত হতে পারত পাইপলাইনে থাকা খেলোয়াড়রা।
বাংলাদেশের পাইপলাইন সমৃদ্ধ করতে এমনিতেও কাঠামোগত বেশ জটিলতা রয়েছে। সেই জটিলতার মাঝেও এই ছোটখাটো বিষয়গুলো চাইলেই ব্যবস্থা করা সম্ভব। তাতে খেলোয়াড়দের মানসিকতার বিস্তার ঘটে। তাদের মধ্যে স্পৃহা জাগে ঘরের দর্শকদের সামনে কিছু করে দেখানোর।
সেই ফায়দাটা তো দিনশেষে জাতীয় দলই ভোগ করবে। এই অনূর্ধ্ব-১৯ থেকে উঠে আসা মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল শান্তরা আজকের বাংলাদেশের কাণ্ডারি। এমনসব ভবিষ্যৎ কাণ্ডারি গড়ে সঠিকভাবে গড়ে তুলতে দর্শকদেরও ব্যবহার করা প্রয়োজন। সেই বিষয়টিও অন্তত বিসিবি বুঝবে হয়।