গ্রীষ্মকালীন দলবদল যত এগিয়ে আসছে, লিওনেল মেসির দলবদল নিয়ে উত্তেজনা, আগ্রহ বাড়ছে দর্শকদের। লিওনেল মেসি কিংবা তাঁর বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের পক্ষ থেকে এখনো কিছু জানানো না হলেও মেসি যে পিএসজি ছাড়ছেন তা মোটামুটি নিশ্চিত।
এরই মধ্যে লিওনেল মেসির বিকল্প ফুটবলার খোঁজার কাজও শুরু করেছে পিএসজি। ম্যানসিটি তারকা বের্নার্ডো সিলভাকে দলের ভেরাতে কাজ শুরু করেছে পিএসজি।
এই সিলভাকে আবার খুব পছন্দ বার্সা কোচ জাভির। গত গ্রীষ্মকালীন দলবদল থেকেই সিলভাকে দলে ভেরানোর চেষ্টায় আছে কাতালানরা।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস স্পোর্ট জানাচ্ছে, মেসির বদলি হিসেবে বের্নার্ডো সিলভাকেই পছন্দ পিএসজির। সিলভাকে দলে ভেরাতে নেইমারকেও ছেড়ে দিতে প্রস্তুত তারা। এমনকি সোয়াপ ডিল বা বিনিময় চুক্তিতেও যেতে রাজি পিএসজি।
নেইমারকে সিটির কাছে বিক্রি করে সিলভাকে দলে আনতে চায় ফরাসি চ্যাম্পিয়নরা। ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডট কমও জানাচ্ছে, সিলভাই আগামী মৌসুমে মেসির বিকল্প হিসেবে সিলভাকেই প্রধান লক্ষ্য করেছে পিএসজি।
এদিকে ম্যানসিটি ছাড়তে চাইছেন সিলভাও। গত ছয় মৌসুম ধরে সিটিতে খেলা সিলভা ক্লাব ছাড়তে পারেন সামনের মৌসুমেই। গত মৌসুমেই বার্সেলোনায় যাবার গুঞ্জন ছিলো সিলভার। কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি ক্লাব ছেড়ে।
বার্সেলোনা কোচ জাভির পছন্দের তালিকায় উপরের দিকে আছেন সিলভা। মাঝমাঠে পেদ্রির সঙ্গী হিসেবে সিলভাকে বেশ মনে ধরেছিলো জাভির।
তবে, আর্থিক টানাপোড়েনের কারণে শেষমেষ সিলভাকে দলে পায়নি কাতালানরা। সেই সমস্যা নেই পিএসজির। তাই বের্নার্ডো সিলভাকে দলে ভেরাতে বেশ আটঘাট বেধেই নেমেছে প্যারিসের ক্লাবটি।