নেইমারের দলবদলের গুঞ্জনটা বেশ পুরোনো। পিএসজিতে যে নেইমার মোটেও সুখে নেই তা আর জানা বাকি নেই কারো। নেইমার তাঁর ঘনিষ্ঠজনদের ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন পিএসজি ছাড়ার কথা। নেইমারের এই সম্ভাব্য দলবদলের আলোচনায় শুরু থেকেই আছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের নাম।
ম্যানইউ কোচ এরিক টেন হাগও কিছুদিন আগে ইতিবাচক সংকেত দিয়েছিলেন নেইমারের ব্যাপারে। তবে নেইমারকে কেনার ব্যাপারে ম্যানইউকে সাবধান করে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের বয়স ভিত্তিক দলের সাবেক কোচ রেনে মেউলেনষ্টিন।
নেইমারের সাথে প্যারিস সেইন্ট জার্মেইনের চুক্তি আছে ২০২৭ সাল পর্যন্ত। তবে নেইমার আর পিএসজি যে চুক্তি শেষ করছে না তা এক প্রকার নিশ্চিত। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা নেইমারও পিএসজির জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন বলেই ধারণা অনেকের। নেইমারের নতুন ঠিকানা কোনটি হবে সেই আলোচনা আপাতত ম্যানচেস্টার ইউনাইটেডই সবচেয়ে এগিয়ে ছিল।
চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের আগে নেইমারকে দলে ভেরানো নিয়ে কথাও বলেছেন ম্যানইউ কোচ এরিক টেন হাগ। তবে নেইমারের মত ‘নাক উঁচু’ খেলোয়াড়কে দলে না আনতে ম্যানইউকে সতর্ক করে দিয়েছেন ক্লাবটির বয়স ভিত্তিক দলের সাবেক কোচ মেউলেনস্টিন। তিনি জানান, নেইমারের মত উচ্চ চাহিদাসম্পন্ন ও অহংকারী খেলোয়াড়কে দলে আনলে বিপদেই পড়তে হবে ইউনাইটেডকে।
ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের ঘনিষ্ঠজন এই মেউলেনষ্টিন। ম্যানচেস্টার ইউনাইটেডের বিভিন্ন বয়সভিত্তিক দলের সাথে যুক্ত ছিলেন তিনি। নেইমারের ম্যানচেস্টার ইউনাইটেডে আসা নিয়ে শংকিত তিনি।
রেনে বলেন, ‘এটা সম্ভবত গুজব এবং অনুমান। সবাই এ নিয়ে মুখ বন্ধ রেখেছে। এটা নিয়ে আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। কারণ, সে বেশ সামর্থ্যবান খেলোয়াড়, কিন্তু পাশাপাশি সে প্রিমা ডোনাও (যার অর্থ নাক উঁচু)। আর সে প্রিমিয়ার লিগে কখনো খেলেওনি। স্পেন ও ফ্রান্সে খেলা একদম আলাদা ব্যাপার।’
এছাড়াও নেইমারকে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি৷ জানান রাশফোর্ড আপাতত সেই পজিশনটায় ভালো করছে, ‘নেইমারের সেরা পজিশন হচ্ছে লেফট উইং পজিশন। কিন্তু সেখানে আপনার কাছে রাশফোর্ড আছে।’
অবশ্য নেইমারকে নিয়ে যে ম্যানচেস্টার ইউনাইটেডের ভাবনা ইতিবাচক তা স্পষ্ট করেছেন কোচ এরিক টেন হাগই। নেইমারের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের কাছে কোনো খবর এলে আপনাদের জানিয়ে দেব।’
নেইমারের বয়স, বেতন আর ইনজুরি প্রবনতা মিলিয়ে খুব বেশি ক্লাব আগ্রহী হবে না তাঁর প্রতি। এর ওপর নেইমারের ব্যাপারে এমন কথা ছড়াতে থাকলে হয়তো নতুন ক্লাব খুঁজে পাওয়াটাই কঠিন হয়ে যাবে এই ব্রাজিলিয়ান তারকার জন্য।