দশ বছর আগে সবশেষ কোনো আইসিসি ট্রফি জিতেছিল ভারত। সেটিও আবার এই ইংল্যান্ডের মাটিতে। অন্যদিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ফাইনালে উঠতে ব্যর্থ হবার পর এবার শিরোপা ছাড়া অন্য কিছু ভাবতেই চাইছে না অস্ট্রেলিয়া।
সাত জুন থেকে শুরু হতে যাওয়া এই ফাইনালের মাধ্যমে নতুন টেস্ট চ্যাম্পিয়ন পাবে ক্রিকেট বিশ্ব তাতে সন্দেহ নেই কোনো। জমজমাট এই ফাইনালের আগে তাই দুই দলের একাদশ নিয়ে চলছে নানান বিচার-বিশ্লেষণ, জল্পনা-কল্পনা।
ভারত-অস্ট্রেলিয়া দুই দলকেই শুধু নিজেদের একাদশ নিয়ে ভাবলেই হচ্ছে না, ভাবতে হচ্ছে প্রতিপক্ষের সম্ভাব্য একাদশ নিয়েও। নিউজিল্যান্ড কিংবদন্তি ও বর্তমানে অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে কাজ করা ড্যানিয়েল ভেট্টোরিও তাই ভারতের একাদশ নিজে নিজের বিশ্লেষণ নিয়ে ব্যস্ত।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ওভালে। তবে আপাতত অজিরা অনুশীলন করছে বার্মিংহামে। বার্মিংহামে নিজেদের অনুশীলনের পর সংবাদ সম্মেলনে ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলেন ভেট্টোরি।
সাবেক এই গ্রেট স্পিনার বলেন, ‘আমরা এই বিষয় (ভারতের একাদশ) নিয়ে আলোচনা করছি। আমার মনে হয় জাদেজা একাদশে থাকবে তাঁর ব্যাটিংয়ের কারণে। একই সাথে ছয় নম্বরে তাঁর সাফল্যও তাঁর হয়ে কথা বলেবে।’
ভেট্টোরি আরো বলেন, ‘এরপর প্রশ্ন হলো তারা চতুর্থ পেসার খেলাবে নাকি আরো একজন অলরাউন্ডার খেলাবে শার্দুল ঠাকুর অশ্বিনের মধ্যে। তারা দুজনেই বেশ ভালো পছন্দ হবে।’
ইংল্যান্ডের মাটিতে দারুণ রেকর্ড অশ্বিনের। সাত ম্যাচ খেলে ২৮.১১ গড়ে ১৮ উইকেট নিয়েছেন এই অফস্পিনার। এমন দারুণ রেকর্ডের পরেও উইকেট ও টিম কম্বিনেশনের কারণে অশ্বিন একাদশ থেকে বাদ পড়বেন বলেই ধারণা অস্ট্রেলিয়ার এই কোচের।
ভেট্টোরি বলেন, ‘অশ্বিন দারুণ বোলার। বেশিরভাগ দলেই সে প্রথম পছন্দের বোলার হবে। কিন্তু ভারতের কম্বিনেশনের কারণেই হয়তো তাকে একাদশের বাইরে থাকতে হবে।’
ঐতিহাসিক ভাবেই ওভালের উইকেটে সহায়তা পেয়ে থাকেন পেসাররা। তবে ভেট্টোরি মনে করেন স্পিনারদেরও অনেক কিছু পাবার আছে ফাইনালের ভেন্যু ওভালের উইকেট থেকে।
তিনি বলেন, ‘আমরা আশা করি ওভালের উইকেট সবসময় যেভাবে আচরণ করে সেভাবেই করবে। এটা ভালো একটা উইকেট। কিন্তু খেলায় সময় যত গড়াবে এটি স্পিনারদেরও সাহায্য করবে।’