কোচিং স্টাফদের মিশন তামিম ইকবাল

চান্দিকা হাতুরুসিংহে ভুল ধরিয়ে দিচ্ছেন। রঙ্গনা হেরাথ বোঝাচ্ছেন কিভাবে খেলতে হবে স্পিনারদের। । অন্যদিকে নিক পোথাস তামিমকে দিচ্ছেন পরামর্শ। খানিকটা আড়ালে ডেকে নিয়ে গেলেন সোহেল ইসলাম। যেন বোঝার চেষ্টা করলেন তামিমের ঠিক সমস্যাটা হচ্ছে কোথায়।

হোম অব ক্রিকেটের সেন্টার উইকেট খান সাহেবের দখলে। আকর্ষণের কেন্দ্রবিন্দুও তামিম ইকবাল খান। সময়টা ভাল যাচ্ছে না তার। কিন্তু তিনিই তো আস্থার সবচেয়ে বড় স্তম্ভ। তাকে স্বরুপে ফেরাতে বড্ড মরিয়া দলের সবাই। তাইতো হাতুরুসিংহে, নিক পোথাস ছাড়াও বাংলাদেশি কোচ সোহেল ইসলামও তামিমের উপর রেখেছিলেন বাড়তি নজর।

গেল রাতেই দেশে ফিরেছেন টাইগারদের প্রধান কোচ চাণ্ডিকা হাতুরুসিংহে। সাথে করে নিয়ে এসেছেন মনোবিদ অ্যালান ব্রাউনকে। এসেই পরদিন সকাল সকাল মিরপুরে হাজির কোচ চাণ্ডিকা হাতুরুসিংহে। হেড কোচ এসেই খানিকটা আলাপ সেরে নিয়েছেন পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সাথে। আফগানদের বিপক্ষে পিচ কেমন হবে সেটাই যেন বুঝে নেওয়ার চেষ্টা হাতুরুসিংহের।

এরপরই তার ধ্যান আর জ্ঞান জুড়ে জায়গা করে নিয়েছেন তামিম ইকবাল। মাঝে অবশ্য নব্য মনোবিদের সাথে আলাপ সেরে নিয়েছে খেলোয়াড়রা। ব্যাট-প্যাড নিয়ে সেন্টার উইকেটে হাজির তামিম ইকবাল। তার সঙ্গী মুশফিকুর রহিম।

এই দুইজনের বর্তমান পরিস্থিতি মুদ্রার দুইপিঠ। একজন ধারাবাহিকভাবে রান পাচ্ছেন তো আরেকজন খানিকটা পথভ্রষ্ট। সেই পথভ্রষ্ট তামিমকে সঠিক পথটি বাতলে দিতেই যেন সবার আগ্রহ সবচেয়ে বেশি। তামিম শুরুতে ব্যাট করেছেন। প্রতিটা বিরতিতেই তার ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কোচ চাণ্ডিকা হাতুরুসিংহে।

গ্রীষ্মের দুপুরে তপ্ত রোদে তাপমাত্রা প্রায় ৪০ সেন্টিগ্রেড ছাড়িয়ে গেছে। সেই রোদ উপেক্ষা করে ব্যাটিং অনুশীলন চালিয়ে গেছেন চট্টগ্রামের খান সাহেব। নিজের বাজে সময়টার প্রতিকার যে তার চাইই চাই। মূলত সেন্টার উইকেটে তিনি পেসারদের বিপক্ষে ব্যাট করেছেন। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা তাসকিন, এবাদত, খালেদ ছাড়াও রেজাউর রহমান রাজা একটানা বল করে গেছেন তামিমকে।

পেসারদের অগ্নিবাণ সমালে, মাঠে গেড়ে রাখা ছাতার নিচে এসেই গুরু হাতুরুসিংহের পরামর্শ নিয়েছেন তিনি। এরপর বেশকিছু সলিড ডিফেন্স করতে দেখা গেছে তামিম ইকবালকে। এর আগে ধুকেছেন দেশসেরা ওপেনার। পেসারদের বলে একটু নড়বড়ে ঠেকছিল তাকে। সেটাই বরং সবচেয়ে বড় সমস্যার কারণ।

এরপর তামিম চলে গেছেন মিরপুর ইনডোর লাগোয়া মাঠে। সেখানে স্পিনারদের বিপক্ষেও ব্যাট করেছেন তামিম ইকবাল। নেট অনুশীলনের শুরুতেই রঙ্গনা হেরাথের কাছ থেকেও পরামর্শ পেয়েছেন তামিম ইকবাল। এরপর তিনি স্পিনারদের সামলেছেন। তাইজুল, মিরাজদের পাশাপাশি জুবায়ের হোসেন লিখনও ছিলেন অনুশীলনে।

স্পিনারদের বিপক্ষে বেশ সাবলীলই ছিলেন তামিম ইকবাল খান। ব্যাটে বলে তার সংযোগটা হচ্ছিল বেশ। তবুও যেন গুরু হাতুরুসিংহের মন ভরেনি। তিনি শিষ্যকে আরও খানিকটা ক্লিনিক্যাল হওয়ার পরামর্শই দিয়ে গেলেন। তামিমও বুঝে নেওয়ার চেষ্টা করেছেন। এমনকি তামিমের ভুলত্রুটি এড়ায়নি সহকারী কোচ নিক পোথাসের।

সবাই তামিমকে নিজের ভুলগুলো ধরিয়ে দিচ্ছিলেন। একটা বিষয়ের বার্তাই দেয় এত মনোযোগের। সবাই বেশ চিন্তিত তামিমের সাম্প্রতিক ফর্ম নিয়ে। যদিও আফগানদের বিপক্ষে টেস্টের জন্যেই তৈরি করে নেওয়া হচ্ছে তামিমকে। তবে লক্ষ্যটা বেশ দূরের।

সামনেই তো বিশ্বকাপ। সেই দলের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। ব্যাটার তামিমের বাজে ফর্ম নিশ্চিতভাবেই প্রভাব ফেলতে পারে নেতৃত্বে। সেটাই নিশ্চয়ই চায়না টিম ম্যানেজমেন্ট। এমনকি দেশীয় কোচ সোহেল ইসলামও চেষ্টা করেছেন তামিমের সাথে আলাপ করে তার সমস্যাগুলো চিহ্নিত করতে। সেই অনুযায়ী তাকে সমাধান খুঁজে দিতে।

টাইগার ক্রিকেটের আশেপাশে থাকা প্রতিটা মানুষই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তামিমকে নিজের কক্ষপথে ফেরাতে। হয়ত তামিম ফিরবেন। নতুবা ডুববে টাইগারদের স্বপ্নের তরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link