খেলোয়াড় হিসেবে রাহুল দ্রাবিড়ের গ্রেটনেস নিয়ে সন্দেহ নেই কোনো। শুধু ভারত নয়, পুরো বিশ্ব ক্রিকেটেরই কিংবদন্তিতুল্য খেলোয়াড় ভারতের ‘দ্য ওয়াল’ দ্রাবিড়। কোচিং ক্যারিয়ারেও রাহুলের শুরুটা হয়েছিল দারুণ।
ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের কোচ হিসেবে বিশ্বকাপও জিতেছেন রাহুল। এছাড়াও শুভমান গিলসহ ভারতের অনেক খেলোয়াড়েরই আজকের পর্যায়ে আসার পেছনে বড় অবদান দ্রাবিড়ের।
তবে জাতীয় দলের কোচ হিসেবে রাহুল কতটা সফল সেই প্রশ্ন তুলছেন অনেকেই। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে নাস্তানাবুদ হবার পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তিনদিন পরেই হার চোখ রাঙাচ্ছে ভারতকে।
তবে প্রথম ইনিংসে ভারতের গড়পরতা বোলিং কিংবা টপ অর্ডারের চরম ব্যর্থতার আগে থেকেই রাহুলের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্টের সমালোচনা শুরু হয়েছে চারদিকে। টস জিতে অধিনায়ক রোহিত শর্মার আগে বোলিং করার সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেক সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা।
তবে, রাহুলের সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে ফাইনালের মত এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ বোলার রবীচন্দ্রন অশ্বিনকে একাদশের বাইরে রাখা নিয়ে।
টিম কম্বিনেশনের দোহাই দিয়ে টেস্ট ক্রিকেটে র্যাংকিংয়ের সেরা বোলার অশ্বিনকে দলে না রাখার কারণে অধিনায়ক রোহিত ও কোচ দ্রাবিড়ের সমালোচনা হচ্ছে চারদিকে। এছাড়াও টস জিতে ভারতের বোলিং করা সিদ্ধান্তেই ভারত ম্যাচ থেকে পিছিয়ে পড়েছে বলে মনে করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী।
পাকিস্তানের হয়ে ১৯ টেস্ট ও ৫০ ওয়ানডে খেলা বাসিত আলী বলেন, ‘ভারত যখন প্রথম দুই ঘন্টার কথা চিন্তা করে আগে বোলিং করার সিদ্ধান্ত নিলো সেই মুহূর্তেই ভারত ম্যাচ হেরে গেছে। এছাড়া ভারতের বোলিং ছিলো পুরোপুরি আইপিএলের মত। লাঞ্চের সময়ই ভারতের পেসাররা এত খুশি ছিলো যেন তারা ম্যাচ জিতে গেছে। এখন ভারত যেটা করতে পারে তা হলো অস্ট্রেলিয়াকে দ্রুত আউট করে দিয়ে চতুর্থ ইনিংসে মিরাকলের প্রত্যাশা করা।’
এছাড়াও ভারতের খেলোয়াড়দের শরীরী ভাষা নিয়েও বিরক্ত বাসিত। তিনি বলেন, ‘যে ১২০ ওভার ভারত ফিল্ডিং করেছে সেখানে আমি শুধু দুই-তিনজন খেলোয়াড়কে দেখতে পেয়েছি। তারা হলো রাহানে, কোহলি ও জাদেজা। বাকিদের খুবই ক্লান্ত দেখাচ্ছিল।’
শুধু ভারতের খেলোয়াড়দেরই নয়, বাসিত রীতিমতো ধুয়ে দিয়েছেন কোচ রাহুলকেও। খেলোয়াড় রাহুল দ্রাবিড়ের বিরাট ভক্ত হলেও কোচ হিসেবে রাহুলের কাজ মোটেও পছন্দ হচ্ছে বাসিতের।
নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘আমি রাহুল দ্রাবিড়ের অনেক বড় একজন ভক্ত ছিলাম এবং সবসময় থাকব। সে একজন ক্লাস ব্যাটার এবং একজন কিংবদন্তি। কিন্তু কোচ হিসেবে তিনি একদম জিরো। তারা ভারতে স্পিন সহায়ক পিচ বানিয়েছিলো। এখন আমার কথার উত্তর দিন। যখন ভারত অস্ট্রেলিয়ায় যাবে সেখানে কি একই রকম উইকেট পাবে? সেখানে তো বাউন্সি উইকেট ছিল।’
এছাড়াও রাহুল দ্রাবিড়ের মস্তিষ্ক নিয়েই প্রশ্ন তোলেন বাসিত। তিনি বলে, ‘ঈশ্বরই জানেন উনি কি ভাবছিলেন। ইশ্বর যখন মস্তিষ্ক দান করছিলেন তখন তিনি (রাহুল) কোথায় ছিলেন কে জানে!’