গেলবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তবু লড়াই করে হেরেছিল ভারত। কিন্তু টানা দ্বিতীয় আসরে ফাইনালে উঠলেও এবার অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি ভারত। প্রথম দিন থেকেই ব্যাকফুটে থাকার পর ২০৯ রানের বিশাল ব্যবধানে হেরে এবারও আইসিসি টুর্নামেন্টের ট্রফি জয়ের আক্ষেপ নিয়েই থাকতে হচ্ছে ভারতকে।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পাঁচ দিন জুড়েই আধিপত্য দেখিয়েছে অজিরা। প্রথম দিনের টস জয়ের পর থেকে কখনোই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি ভারত। গড়পরতা বোলিং পারফরম্যান্সের পর টপ অর্ডারের ব্যর্থতায় প্রথম ইনিংস শেষেই হারের চোখ রাঙানি দেখছিল ভারত।
এই ফাইনাল শুরুর আগেই ভারতের প্রস্তুতি নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে চারদিকে। একমাত্র চেতেশ্বর পূজারা ছাড়া স্কোয়াডের বাকি সব খেলোয়াড়ই দীর্ঘ দুইমাস ব্যস্ত ছিলেন আইপিএলে। আইপিএল শেষ হবার সপ্তাহখানের মাথায়ই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মত এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে হয়েছে ভারতের।
তাই টেস্ট ক্রিকেটের জন্য ভারতের খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি কতটা হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এছাড়া দুই মাসের দীর্ঘ আইপিএলের ধকল তো ছিলই। দলের প্রস্তুতি নিয়ে তাই সন্তুষ্ট ছিলেন না স্বয়ং ভারত কোচ রাহুল দ্রাবিড়। ফাইনালে হারার পর প্রস্তুতি নিয়ে রাহুল নিজের অসন্তুষ্টি লুকাতে পারেননি।
রাহুল বলেন, ‘একজন কোচ হিসেবে আমি কখনোই প্রস্তুতি নিয়ে খুশি ছিলাম না। কিন্তু এটাই বাস্তবতা এবং আমি এটা মেনে নিতে প্রস্তুত এবং সবাইকেই মেনে নিতে হবে। শিডিউল গুলো খুবই ব্যস্ত। এই ছেলেরা জানে, যদি আপনাকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে হয় এবং আপনি যদি এখানে তিন সাপ্তাহ আগে আসতেন তাহলে আরো ভালোভাবে প্রস্তুত হতে পারতেন।’
তবে প্রস্তুতির অযু হাত না দিয়ে অজিদের অভিনন্দন জানান রাহুল, ‘কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয়নি। পরিস্থিতি আমাদের তা করতে দেয়নি। আমরা যতটুক করতে পারি ততটুকের মধ্যেই করতে হবে। কোনো অযু হাত বা অভিযোগ নয়, আমি শুধু অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানাতে চাই ফাইনালে জেতার জন্য। তারা পাঁচ দিনই আমাদের চেয়ে ভালো খেলেছে। আমাদের নিজেদের দিকে তাকাতে হবে যে কিভাবে উন্নতি করা যায়।’