আইসিসি টুর্নামেন্টের শিরোপা জয়টা ভারতের জন্য অনেকটাই সাধারণ বানিয়ে ফেলেছিলেন মাহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০১১ ওয়ানডে বিশ্বকাপ। এরপর সর্বশেষ ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে ধোনির ভারত।
তবে এরপর ১০ বছরের আইসিসি টুর্নামেন্টের ট্রফির অপেক্ষারও অবসান ঘটছে না এখনো। অস্ট্রেলিয়ার কাছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে আরো একটি আইসিসি টুর্নামেন্ট হতাশা নিয়েই শেষ করলো ভারত।
দুই বছর আগে এই ইংল্যান্ডের মাটিতেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। এবার ওভালে অজিদের কাছে ২০৯ রানের বিশাল ব্যবধানে হেরে শিরোপার অপেক্ষা আরো বাড়িয়েছে টিম ইন্ডিয়া।
ফাইনাল শুরুর আগেই বেশ আলোচনা সমালোচনা ছিল ফাইনালের আগে ভারতের প্রস্তুতি নিয়ে। ব্যাটার চেতেশ্বর পূজারা বাদে ভারত দলের বাকি সবাই খেলেছেন আইপিএলে। আইপিএলের দীর্ঘ দুইমাসের ক্লান্তি কাটানোর আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামতে হয়েছে খেলোয়াড়দের।
আইপিএল শেষ হবার সপ্তাহ খানেকের মধ্যে খেলোয়াড়দের টেস্ট খেলতে নেমে যাওয়ায় প্রস্তুতির ঘাটতি নিয়ে আক্ষেপ করেছেন স্বয়ং ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। ফাইনাল শেষে যথাযথ প্রস্ততি না হওয়ার হতাশা ঝড়েছে রাহুলের কন্ঠে।
তাই প্রশ্ন উঠেছে আইপিএল ও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মাঝে আরো কিছুদিন বিরতি দেয়া যেত কিনা। তবে আরো বেশি বিরতি প্রয়োজন ছিল কিনা এমন প্রশ্নে সরাসরি বিরোধিতা করলেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রী মনে করেন, বিরতি পাওয়া না পাওয়া পুরোটাই খেলোয়াড়দের ইচ্ছার ওপর নির্ভর করে।
শাস্ত্রী বলেন, ‘এটা কখনোই সম্ভব না। বাস্তববাদী হওয়া উচিত সবার। যদি আপনাকে ২০ দিনের বিরতি পেতে হয় তবে আপনাকে আইপিএল মিস করতে হবে। পছন্দটা আপনার।’
শাস্ত্রী আরো বলেন, ‘এটা অনেকটা ব্যবস্থাপনার ওপরও নির্ভর করে। আমি নিশ্চিত ভারতীয় ক্রিকেট বোর্ড এটা নিয়ে ভাববে ভবিষ্যতে। যদি আইপিএলের পর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয় এবং ভারত যদি সেই ফাইনালে ওঠে তাহলে ফ্রাঞ্চাইজিদের ওপর কিছু শর্ত আরোপ করা উচিত।’
আইপিএল শেষে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে ফাইনালের ভেন্যু ইংল্যান্ডে পৌঁছায় ভারত। আইপিএলের ফাইনাল খেলা মোহাম্মদ শামি, শুভমান গিল, রবীন্দ্র জাদেজারা ফাইনালের মাত্র সাতদিন আগে পৌঁছান ইংল্যান্ডে। তাই ভারতীয় খেলোয়াড়দের টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুতি কতটা হয়েছে সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়।