গত বছরের শেষদিক ভয়ানক এক সড়ক দূর্ঘটনায় নিজের জীবনকেই ঝুঁকিতে ফেলে দিয়েছিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষাভ পান্ত। নিজেই গাড়ি চালিয়ে বাড়ি যাবাএ পথে ভয়াবহ এই ঘটনার শিকার হন ঋষাভ।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর শংকামুক্ত হলেও ক্রিকেট ক্যারিয়ারটাই শংকায় পড়ে যায় ভারতের আগামী দিনের তারকার। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পান্ত। ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই তিনি ছিলেন এতদিন।
সেই পুনর্বাসন প্রক্রিয়ার অভাবনীয় গতিতে এগিয়েছেন পান্ত।ঋষাভ পান্তকে দেখে অবাক বিসিসিআই ও ভারতীয় ক্রিকেট একাডেমির চিকিৎসকরা।
তারা যতটা ভেবেছিলেন, তার থেকে দ্রুত সুস্থ হচ্ছেন তিনি।কোনোভাবে পান্ত দ্রুত সুস্থ হলে তাকে ঘরের মাঠে বিশ্বকাপে খেলানো যায় কিনা তা নিয়েই কাজ করছিলেন বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর ডাক্তাররা।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পন্তের শরীরে ব্যথা আর নেই। হাঁটতে বা সিঁড়িতে উঠতে ক্রাচ লাগছে না তার। ফলে তিনি এখন থেকেই শরীরের নীচের অংশ দ্রুত সঞ্চালন করার চেষ্টা করছেন। এছাড়াও সিড়ি দিয়ে উঠতেও কোনোরকম সমস্যা হচ্ছে না তাঁর।
আপাতত কোনো ধরণের ব্যাথা অনুভব না হলেও ক্রিকেটীয় অনুশীলন শুরু করতে এখনো বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে তাকে। দীর্ঘমেয়াদি চিকিৎসা ছাড়া পান্তকে পুরোপুরি সুস্থ করা সম্ভব হবে না বলেও মত দিয়েছেন চিকিৎসকরা।
এখনো শরীর বিভিন্ন অংশ পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আসেনি পান্তের। ভারতীয় ফিজিও এস রজনীকান্তের অধীনে কাজ করছেন তিনি। এর আগে হার্দিক পান্ডিয়া, জাসপ্রিয় বুমরাহ নিজদের পুনর্বাসন প্রক্রিয়ায় কাজ করেছেন এই ফিজিওর সাথে। এছাড়া ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির আরেক ফিজিও থুলাসি রাম যুবরাজ দূর্ঘটনার পর থেকেই আছেন পান্তের সাথে।
আপাতত ফিজিওর পরামর্শে কয়েক প্রকার হাল্কা ব্যায়াম করছেন পান্ত। এছাড়াও ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুশীলন করা বিভিন্ন বয়স ভিত্তিক দলের খেলোয়াড়দের সাথেও সময় কাটাচ্ছেন পান্ত।
ভারতের ভবিষ্যতে তারকাদের সাথে নিজের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন ধরণের পরামর্শও দিচ্ছেন তিনি। ব্যাঙ্গালুরুর এই ক্রিকেট একাডেমির সার্বিক তত্ত্বাবধানে আছেন ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষন।
সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন ঋষাভ। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকায় মানসিক ভাবেও শক্তিশালী থাকাটা বেশ চ্যালেঞ্জিং পান্তের জন্য। বেশ দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া এগোলেও বিশ্বকাপের আগে পান্ত মাঠে ফেরার মত পুরোপুরি ফিটনেস ফিরে পাবেন সেই সম্ভাবনা আপাতত অনেকটাই কম।
এছাড়াও ফেরার লড়াইয়ে থাকা শ্রেয়াস আইয়ার ও জাসপ্রিত বুমরাহকে এশিয়া কাপেই ফিরে পেতে চাইছে ভারত। সেই কারণে সবরকম চেষ্টাও চাল্লাচ্ছেন ফিজিওরা।
এশিয়া কাপের আগে পুরোপুরি ফিট না হলেও বুমরাহ ও আইয়ারকে বিশ্বকাপে পাওয়া যাবে সেই ব্যাপারে মোটামুটি নিশ্চিত ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে বিশ্বকাপের আগে ম্যাচ প্র্যাকটিসের জন্য হলেও এশিয়া কাপেই এই দুই ক্রিকেটারকে দলে পেতে চায় ভারত।