যেন এক উড়ন্ত বাজ পাখির উড্ডয়ন দৃশ্য। একেবারে ছোঁ মেরে বাতাসে শরীর ভাসিয়ে রানিং অবস্থাতেই ক্যাচ! মুরুগান অশ্বিনের এমন ক্যাচ দেখে ক্রিকেট বিশ্বের যে কেউ চোখ কপালে তুলতে পারেন।
তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (টিএনপিএল) ম্যাচে ডিন্ডিগুল ড্রাগনসের হয়ে তিন নম্বরে ব্যাট করতে এসেছিলেন অরুণ। মাদুরাই প্যান্থারসের দেয়া ১২৪ রানের লক্ষ্য তখন তাদের মামুলি ব্যাপারই হয়ে উঠেছে।
ম্যাচ শেষে স্কোরকার্ডও সেই একপেশে লড়াইয়েরই প্রমাণ দেয়। ১৪.১ ওভারেই লক্ষ্যে পৌছে যায় ডিন্ডিগুল ড্রাগনস। মাদুরাই ম্যাচ হেরেছে। তবে এই দলেরই মুরুগান অশ্বিনের এক ক্যাচে চোখ আটকে যায় সবার।
চতুর্থ ওভারে অরুণের উড়িয়ে মারা বল তখন বাউন্ডারির দিকেই এগোচ্ছিল। উড়ন্ত বলের পিছু পিছু ছুটছিলেন অশ্বিনও। এর পরেই নিজেকে হাওয়ায় ভাসিয়ে দিলেন এক ডাইভ। সবাইকে বিস্ময়ে ভাসিয়ে ক্যাচটি ছোঁ মেরে ধরেও ফেলেন অশ্বিন।
এমনিতে ডাইভ মেরে ক্যাচ ধরার দৃশ্য এখন সচরাচরই দেখা মেলে। কিন্তু উল্টো দিক থেকে এমন ডাইভ দিয়ে সফল হওয়ার দৃশ্য তেমন একটা চোখে পড়ে না। কিন্তু মুরুগান অশ্বিন প্রথমে বলের উপরে চোখ রেখে রানিং নিয়েছেন উল্টো দিকে।
এরপর দারুণ এক টাইমিংয়ে ডাইভ দিয়ে তা তালুবন্দীও করে ফেলেন। এমন ক্যাচের মুহূর্ত তাই ছড়িয়ে যেতে বেশি সময়ও লাগেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা মিলছে সেই ক্যাচের দৃশ্য। একই সাথে হচ্ছে অশ্বিন বন্দনাও।
অশ্বিনের ঐ ক্যাচের পর ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বেশ খানিকটা বিপদেই পড়েছিল ডিন্ডিগুল ড্রাগনস। কিন্তু শেষ পর্যন্ত ঐ ৩ উইকেট নিয়েই বাকি পথ পাড়ি দেয় দলটা। তবে মাদুরাইয়ের ৭ উইকেটে হারার এ দিনে সব কিছু ছাপিয়ে আলোচ্য বিষয় হয়ে উঠেছিল মুরুগান অশ্বিনের এ ক্যাচ।