আফগানিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে আফগানিস্তানের জায়গায় কোনো নন-এশিয়ান দলকে চাইছে ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও, পিসিবির এই চাওয়ার পরিপ্রেক্ষিতে আইসিসি ও ভারত হেঁটেছে হার্ড লাইনেই।
ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে বেশি জলঘোলা হচ্ছে আসলে পাকিস্তানের জন্যই। বিশ্বকাপের সূচি তৈরি হয়ে গেলেও স্রেফ কিছু জায়গায় পিসিবির আপত্তির কারণে এখনও সূচি চূড়ান্ত করা যাচ্ছে না।
ভারতীয় ও পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, এশিয়ার বাইরের কোনো প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হতে চায় পাকিস্তান। প্রতিপক্ষ হিসেবে আফগানদের বিপক্ষে নিজেদের প্রস্তুতি যথার্থ হবে না বলেই মনে করছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এই ব্যাপারে তাঁরা যোগাযোগ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে। এমনকি মূলপর্বের ভেন্যু নিয়ে আপত্তির কথা আগেই তাঁরা জানিয়ে রেখেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নােইয়ে আর আফগানিস্তানের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে বিশ্বকাপের মূল পর্বের ম্যাচ খেলতে চায় বাবর আজমের দল।
পিসিবি মনে করছে, চেন্নাইয়ের উইকেট হবে স্পিন সহায়ক। আর ঐতিহাসিক ভাবেও চেন্নাইয়ের উইকেটে স্পিনাররাই সহায়তা পান। সে কারণে আফগানদের স্পিন আক্রমণের বিপক্ষে চেন্নাইয়ে খেলতে আপত্তি পাকিস্তানের।
বরং, সেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হলে স্পিন দিয়ে অজিদের বধ করাটা সহজ হবে পাকিস্তানের। আইসিসি হয়ে পিসিবির এই বার্তা এরই মধ্যে পৌঁছেছে ভারতে। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অবশ্য এখনও নিজেদের সিদ্ধান্তে অটল আছে।
বুধবার নিজেদের মধ্যে এই সংক্রান্ত একটা বৈঠক করে আইসিসি ও বিসিসিআই। সেখানে তাঁরা সূচি ও ভেন্যুতে কোনো পরিবর্তন না আনার ব্যাপারেই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত পিসিবিকে জানিয়েও দেওয়া হয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপের আগের ভারত-পাকিস্তান বিরোধের আরেক পশলা নাটকের মঞ্চায়নই যেন হতে চলেছে আরেকবার।