ধোনি ধোঁয়াশার শেষ নেই!

আগামী মৌসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কি ধোনিকে দেখা যাবে? আপাতত তা সম্ভাবনা ও শঙ্কার দোলাচলেই ধাবিত হচ্ছে। 

শেষবারের আইপিএল জেতার পরই মহেন্দ্র সিং ধোনি বলে দিয়েছিলেন, আরও অন্তত এক বছর খেলতে চান। কিন্তু তাতে একটা ‘যদি’, ‘কিন্তু’ শর্ত বেঁধে দিয়েছিলেন। যদি শরীরে সাঁয় দেয়, তবেই তিনি খেলবেন। 

গত আইপিএলেই হাঁটুর চোট বড্ড ভুগিয়েছিল ধোনিকে। যদিও সেই চোট অস্ত্রোপচারের পর অনেকটাই ভাল রয়েছে। কিন্তু তারপরও ধোনি পরের মৌসুমে খেলবেন কিনা, তা নিয়ে স্পষ্ট কোনও উত্তর মেলেনি।

চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ‘যত দিন খুশি খেলতে পারেন ধোনি। দলের তরফ থেকে কোনো বাধ্যবাধকতা নেই।’

ধোনির বর্তমান অবস্থা নিয়ে তিনি আরো জানান, ‘রুতুরাজের বিয়েতে ওকে দেখেছিলাম। ফিটই মনে হয়েছে। তবে আরো সময় নিচ্ছে। আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত মাঠের বাইরে থাকবে। এরপর সিদ্ধান্ত নেবে।’

তবে কাশাী বিশ্বনাথন ধোনির সিদ্ধান্ত ধোনির উপরেই ছেড়ে দিচ্ছেন। এ নিয়ে তিনি বলেন, ‘দলের জন্য ধোনি কতটা নিবেদিত প্রাণ, তা আমরা জানি। ও আইপিএলে ঠিক ঠাক দৌঁড়াতেও পারছিল না। আমরা কাছ থেকে এই কষ্টটা দেখেছি। ও কিন্তু কখনোই আমাদেরকে না খেলার ব্যাপারে বলেনি। কারণ ওর কাছে দলের প্রতি দায়িত্ববোধটাই। তাই ধোনির সিদ্ধান্তের প্রতি আমাদের সব সময় সম্মান থাকবে। দেখা যাক, পরবর্তীতে সে কী করে।’

তবে যে সিদ্ধান্তই নিবে সেটা আগে যে ধোনি তার গুরু এন শ্রীনিবাসনকে জানান সেটি তুলে ধরে কাশী বলেন, ‘ধোনি যে সিদ্ধান্তই নিক, সেটা আমাদের আগে ও অবশ্যই শ্রীনিবাসনকে জানাবে। এরপর হয়তো আমরা জানতে পারব। সব সময় এরকমই হয়। ২০০৮ সাল থেকে হয়ে আসছে।’

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link