সবে শুরু। আর সেই শুরুর মঞ্চটাই একদম নিজের করে নিলেন জশস্বী জয়সওয়াল। প্রথমে পঞ্চাশ। এরপর পঞ্চাশ পেরিয়ে শতরান। শতকের পরে সার্ধশত রানের ইনিংসের পথে ছুটে চলা। কে বলবে, লাল বলের ক্রিকেটে অভিষেকের ৭২ ঘন্টাও এখনো পূর্ণ হয়নি জয়সওয়ালের। কিন্তু তাতেই রীতিমত রেকর্ডবুকে নিজের প্রতাপ দেখাচ্ছেন বাঁহাতি এ ব্যাটার।
ডমিনিকা টেস্টের প্রথম দিন শেষে ৪০ রানে অপরাজিত থাকা জয়সওয়াল দ্বিতীয় দিনেও ছিলেন অপ্রতিরোধ্য। পুরো দিন ব্যাটিং করেছেন। তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার ছোঁয়ার মধ্য দিয়ে নাম লিখিয়েছেন লালা অমরনাথ, বিশ্বনাথ, আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলী, বিরেন্দ্র শেবাগ, শিখর ধাওয়ান, রোহিত শর্মাদের পাশে।
তবে অভিষেক টেস্টে জয়সওয়াল ছাপিয়ে গিয়েছেন এই রথী-মহারথীদেরও। ১৯৮৪ সালে নিজের অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১১০ রান করতে গিয়ে ৩২২ বল খেলেছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন।
যা ভারতের হয়ে অভিষেক টেস্টে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড ছিল। ৩৯ বছর পর এসে সেই রেকর্ডটাই এবার নিজের করে নিলেন জয়সওয়াল। ৩৫০ বলে এখন পর্যন্ত ১৪৩ রানে অপরাজিত রয়েছেন এ ব্যাটার।
এখানেই শেষ নয়। ১৯৯৬ সালে লর্ডসে অভিষেক টেস্টে ১৩১ রানের ইনিংস খেলেছিলেন সৌরভ গাঙ্গুলী। প্রায় ২৭ বছর ধরে প্রতিপক্ষের মাটিতে যেটি ছিল অভিষিক্ত ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস। ডমিনিকা টেস্টে ১৪৩ রানের ইনিংস খেলে রেকর্ডটি এবার নিজের করে নিলেন জয়সওয়াল।
জয়সওয়ালের আগে টেস্ট অভিষেকে আরও ১৬ ভারতীয় ব্যাটার সেঞ্চুরি করেছেন। তবে শুধু ওপেনারের হিসেবে এই তালিকাটা কিন্তু বেশ ছোট। শিখর ধাওয়ান, রোহিত শর্মার পর জয়সওয়ালই মাত্র তৃতীয় ওপেনার যিনি অভিষেক টেস্টে সেঞ্চুরি পেলেন।
এই তালিকায় জয়সওয়াল ‘তৃতীয়’ হলেও আরেকটি কীর্তিতে কিন্তু ২১ বছর বয়সী বাঁহাতি এ ব্যাটারই প্রথম। ভারতের হয়ে এই প্রথম কোনো ওপেনার অভিষেক টেস্টে বিদেশির মাটিতে পেলেন তিন অঙ্কের ছোঁয়া।
দারুণ সব রেকর্ডে নাম লেখানো জয়সওয়ালের সামনে রয়েছে আরো কয়েকটা রেকর্ড গড়ার হাতছানি। এর আগে ২০১৩ সালে অভিষেক টেস্টে ১৮৭ রানের একটি ইনিংস খেলেছিলেন শিখর ধাওয়ান।
১০ বছর আগের সেই রেকর্ডকে ছাপিয়ে যেতে জয়সওয়ালের আর প্রয়োজন ৪৫ টি রান। শুধু তাই নয়, সুযোগ থাকছে প্রথম ভারতীয় হিসেবে অভিষেকে ডাবল সেঞ্চুরির কীর্তি নাম লেখানোর দিকেও।
এর আগে টেস্ট অভিষেকে ৭ ব্যাটারের ডাবল সেঞ্চুরির কীর্তি রয়েছে। ডমিনিকায় ক্যারিবিয়ানদের বিপক্ষে আর ৫৭ রান করলেই ইতিহাসের অষ্টম ব্যাটার হিসেবে অভিষেকে ডাবল সেঞ্চুরির কীর্তিতে নাম লেখাবেন জয়সওয়ালও।
সে ক্ষেত্রে শ্রীলঙ্কার ব্রেন্ডন কুরুপ্পু আর নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের পর তৃতীয় ওপেনার হিসেবে ডাবল সেঞ্চুরির বিরল রেকর্ড গড়বেন তরুণ এ ব্যাটার।