অধিনায়ক হিসেবে তামিম ইকবালকে মানসিক ভাবে শক্ত মনে করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু, হুট করে তামিম অবসরের ঘোষণা দিয়ে ফেলায় ভুল ভাঙে সাবেক অধিনায়ক মাশরাফির। তাই, বেশ হতাশ হন তিনি।
মাশরাফি বলেন, ‘তামিমের ওপর কী গিয়েছে, তামিম ঠিক ততটা আমার সঙ্গে শেয়ার করেনি। তবে আমি সবচেয়ে বেশি হতাশ হয়েছি তামিমকে দুর্বল দেখে। ও একটা আন্তর্জাতিক ক্রিকেটার, ওর পক্ষেও অনেকে কথা বলেছে। সাধারণভাবে তামিম এটুকু লড়াই করতে পারবে না, তা আমার কাছে মনে হয়নি। তবে কখনো কখনো মানুষ ভেঙে পড়ে, তখন মানুষের সহায়তা প্রয়োজন হয়।’
মাশরাফির মতে, তামিমের জন্য বয়স এখানে বিষয় না। তিনি বলেন, ‘৩৪ বছর বয়স অনেকের ক্ষেত্রে পারফর্ম করার বয়স। বিরাট কোহলি পারফর্ম করছে না ? তামিমের না খেলার পেছনে কারণ কী? তামিমের ওপর কী গেছে, আমি জানি না।’
যদিও, অবসর নেওয়ার ২৭ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত পাল্টান তামিম ইকবাল। তিনি ক্রিকেটে ফিরে আসার সিদ্ধান্ত নেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে।
এই প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমি বলব, তামিম খুব ভাগ্যবান, মাননীয় প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন, কথা বলেছেন এবং তাকে ক্রিকেটে ফিরিয়ে এনেছেন। এই সৌভাগ্য সবার হয় না।’
মাশরাফি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তামিমের সাথে কথা বলতে চেয়েছেন, এটা পুরোপুরি ওনার ইচ্ছা ছিল। উনি যা বলেছেন সেটা ব্যক্তিগতভাবে তামিমের সাথেই বলেছেন। আমি নিশ্চিত ইতিবাচক কথাই হয়েছে। এ কারণেই তামিম ক্রিকেটে ফিরেছে।’