ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পাকিস্তান। দুটি দলের মধ্যে ১৩২ ম্যাচে ভারতের জয় যেখানে ৫৫ টিতে, সেখানে পাকিস্তান জিতেছে ৭৩ টি ম্যাচ। তবে এখানে আধিপত্য দেখালেও পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ ঘটেছে অন্য একটি পরিসংখ্যানে।
ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে একটি ম্যাচেও জিততে পারেনি তাঁরা। ৭ ম্যাচের ৭ টিতেই জুটেছে হার। পঞ্চাশ ওভারের বিশ্বকাপে তাই ভারতকে হারানো এখনও অপূর্ণই থেকে গিয়েছে পাকিস্তানের জন্য। তবে ভারতকে হারানো এবারই মোক্ষম সময় বলে মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আকিব জাভেদ।
এ নিয়ে তিনি বলেন, ‘এই টুর্নামেন্টটাই ভারতের অনেক ক্রিকেটারের জন্য শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে। আসলে তারকারা যখন জীবনের চেয়ে বড় হয়ে ওঠে, তখন টিম ম্যানেজমেন্টের পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। এই কারণেই আমাদের সুযোগ আছে। আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই ওদের চেয়ে ভাল। তাই মনে হচ্ছে, এবার পাকিস্তান জিততে পারে।’
এক পর্যায়ে ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির কথা উঠতে বাবর আজমের নাম টেনে কিছুটা তুলনায় করে বসেন আকিভ জাভেদ। তিনি বলেন, ‘রোহিত শর্মা আর কতদিনই বা খেলবে। অধিনায়কত্বের দিক দিয়ে রোহিতের চেয়েও ভাল বাবর। আর বিরাট কোহলি। সে তো দুর্দান্ত ব্যাটার। কিন্তু শেষ কয়েক বছরে তাঁর মাঝে ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। এই মুহূর্তে বাবর আজমের মতো ধারাবাহিক সে না। কোহলি এখনও ভাল ইনিংস খেলছেন। কিন্তু ধারাবাহিকতা নেই। আর এ কারণেই আমি মনে করি, ভারতের এই দলটাকে এবারই হারানোর মোক্ষম সময়।’
আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের রাউন্ড রবিন লিগের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এর আগে অবশ্য আরো ২ থেকে ৩ টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হতে পারে এ দুটি দল। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে ভারত আর পাকিস্তান।
ফলত, গ্রুপ পর্বের একটি ম্যাচে দেখা মিলবে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মহারণ। এরপর সুপার ফোরে উঠলে ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আর শেষ পর্যন্ত দুটি দল ফাইনাল নিশ্চিত করতে পারলে আরো একটি ম্যাচ হবে তাদের মধ্যে। যদিও এশিয়া কাপের ইতিহাস বলে, এখন পর্যন্ত মহাদেশীয় এ টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান।