এশিয়া কাপে খেলা হবে না ফাস্ট বোলার এবাদত হোসেনের। খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আফগানিস্তানের বিপক্ষেশ সিরিজ চলাকালেই এবাদত ইনজুরিতে পড়েন। এই ইনজুরি এখনও সেড়ে না ওঠায় তাঁকে ছাড়াই পাকিস্তান-শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।
এশিয়া কাপের জন্য সাকিব আল হাসানের নেতৃত্বে ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। সেখানে এবাদত হোসেন ছিলেন। তাঁর জায়গায় এখন খালেদ আহমেদ বা তানজিম হাসান সাকিব জাতীয় দলে জায়গা পাবেন। এর মধ্যে খালেদই এগিয়ে আছেন। তিনি টেস্ট খেললেও এখনও সীমিত ওভারের ক্রিকেটে তাঁর অভিষেক হয়নি।
গণমাধ্যমকে নান্নু বলেন, ‘এবাদত পুরোপুরি ফিট নয়। বিশ্বকাপের আগে ওকে নিয়ে ঝুঁকি নিতে চাই না আমরা। তাই, তাঁকে ছাড়াই এশিয়া কাপে দল পাঠানো হবে। দ্রুত বদলী ঘোষণা করা হবে। তানজিম সাকিব না হয় খালেদ আহমেদ সুযোগ পাবে।’
জানিয়ে রাখা ভাল, এই মুহূর্তে পুরো বাংলাদেশ দল এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত। পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু হবে আগামী ৩০ আগস্ট। এবার এশিয়া কাপ হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত ও পাকিস্তান রয়েছে গ্রুপ এ-তে।
অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ বি-তে। ৩১ আগস্ট শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করবেন সাকিব-মুশফিকরা। এরপর তিন সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের মাটিতে।