‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। একটু অবাক হচ্ছেন কি? লাহোরে আফগানিস্তানকে ৮৯ রানে গুঁড়িয়ে দেওয়ার পর সবার মনেই একটা প্রশ্ন, বাংলাদেশ কি সুপার ফোরে কোয়ালিফাই করেছে? না করলেই বা পরের সমীকরণটা কি?
আপনার সকল দ্বিধা, সংশয় দূর করে স্বস্তি জোগাতে পারে এই তথ্যটি। হ্যাঁ। সত্যিই কোনো রকম সমীকরণের অপেক্ষায় না থেকে বাংলাদেশ আপাতত এশিয়া কাপের সুপার ফোরের মঞ্চ অলঙ্কৃত করার পথে।
মূলত, ৮৯ রানের বড় জয়ের সঙ্গে নেট রানরেটেও বাংলাদেশ দিয়েছে বড়সড়ো এক লাফ। নেট রানরেটে ঋণাত্মক থেকে বাংলাদেশ উঠে এসেছে ধনাত্বকে। কার্যত তাই সুপার ফোরে উঠে গেছে বাংলাদেশ। ৫ সেপ্টেম্বর আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলের ব্যবধান যাই হোক, রান রেট ঠিক রেখে দুই দলের কখনোই সুপার ফোরে ওঠা সম্ভব না।
এখন প্রশ্ন হচ্ছে, সুপার ফোর খেলার পথে আফগানিস্তানের সামনে সমীকরণ কি? এটা তো অনুমিতই যে শ্রীলঙ্কাকে হারাতে হবে বড় ব্যবধানক। আর সেই ব্যধানটা আগে ব্যাট করলে প্রায় ৭০ রানে হারাতে হবে। আর যদি পরে ব্যাট করলে প্রায় ৩৬ ওভারের মধ্যেই লক্ষ্য টপকাতে হবে। এমন সমীকরণেই সুপার ফোরে উঠতে পারবে আফগানিস্তান।
আর আফগানিস্তান এই সমীকরণে ম্যাচ জিতলে নেট রান রেটে মাইনাসের দিকে ধাবিত হবে শ্রীলঙ্কা। অর্থাৎ, বাদ পড়ে যাবে লঙ্কানরা। এমন সমীকরণেই পরিস্কার, বাংলাদেশের সুপার ফোর থেকে বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই।
সহজ ভাবে বললে, বাংলাদেশের রান রেট কাগজে-কলমে টপকানো সম্ভব আফগানিস্তানের পক্ষে। তবে, সেটা হলে সবার নিচে নেমে সুপার ফোরে যাওয়ার অধিকার হারাবে শ্রীলঙ্কা।
আগামী ৫ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা আর আফগানিস্তান। শ্রীলঙ্কা জিতলে অবশ্য কোনো সমীকরণের অঙ্কই কষা লাগবে না। গ্রুপ চ্যাম্পিয়ন হবে শ্রীলঙ্কা। আর রানার্সআপ হিসেবে সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের।