আকাশচুম্বি জনপ্রিয়তা বিরাট কোহলির। বাইশ গজের ব্যাটিং মুগ্ধতায় তিনি বুঁদ করেছেন পুরো বিশ্বকে। তাই তাঁর ভক্তসংখ্যাটা অনেকটাই অনির্ণেয়ক। তবে চিরবৈরী পাকিস্তানেও যে তাঁর ভক্ত রয়েছে, সেটা খানিকটা বিস্ময়ই জোগায়। তাও আবার তিনি মুগ্ধতায় ভাসিয়েছেন দেশটির সর্বকালের সেরা বোলারকে; ওয়াসিম আকরাম। সাবেক পাকিস্তানি এ পেসার ভারতীয় এ ব্যাটারে এতটাই মুগ্ধ যে, বিরাট নাকি তাঁর স্বপ্নেও চলাফেরা করেন!
এবারের এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত আর পাকিস্তান। আর সেই ম্যাচের টসের আগেই বিরাটকে এমন কথা জানান ওয়াসিম আকরাম। খেলার ধারাবিবরণী করতে গিয়ে এমনটাই জানান পাকিস্তানের কিংবদন্তি এ পেসার।
তিনি বলেন, ‘আমার সঙ্গে যখন বিরাট কোহলির দেখা হলো, তখন তাঁকে বললাম তুমি তো আমার স্বপ্নে আসো। সে জানতে চায় কেন ওয়াসিম ভাই? আমি তাকে বললাম, টেলিভিশনের পর্দায় তোমাকে এত বেশি দেখি, আমার মন থেকে তুমি কিছুতেই বের হচ্ছো না।’
তবে পরক্ষণে জানা গেল, ওয়াসিম আকরামের এটি কোনো বিরাট মুগ্ধতা নয়। মূলত ভারত-পাকিস্তান ম্যাচের আগে দুই দলের সেরা পারফর্মারদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। তো সেই বিশ্লেষণে বিশ্লেষকের ভূমিকায় থাকতে হয় ওয়াসিম আকরামকে।
খুব স্বাভাবিকভাবেই, বিশ্লেষণের পর্দায় বারবার উঠে আসে বিরাট কোহলির ছবি। বারংবার এই সব আলোচনায় অংশ নিতে হয় বলেই মূলত ওয়াসিম জানিয়েছেন, বিরাট কোহলিকে তিনি বের করতে পারেন না। স্বপ্নেও বোধহয় চলাফেরা করে।
জানিয়ে রাখা ভাল কলম্বোতে ভারত-পাকিস্তান মহারণ গড়িয়েছে রিজার্ভ ডে-তে। ২৪.১ ওভারে ভারতের ইনিংসে ১৪৭ রান থাকায় হঠাতই বৃষ্টির বাঁধা আসে। এরপর পুনরায় খেলা শুরুর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত বৃষ্টি বাঁধায় আর হয়ে ওঠেনি। আর রিজার্ভ ডে তে খেলতে নেমেই সেঞ্চুরি করে ফেলেছেন বিরাট কোহলি।