ভারত ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে। তাই, অধিনায়ক হিসেবে হয়তো দিনটা মনে রাখতে চাইবেন না রোহিত শর্মা। তবে, ব্যাটার হিসেবে চাইলে মনে রাখতেও পারেন।
এশিয়া কাপে টানা তৃতীয় হাফ সেঞ্চুরি পেলেন। একই সাথে দু’টি কীর্তি এসে লুটিয়ে পড়ল ভারতীয় এই অধিনায়কের ব্যাটের ছায়ায়। বোঝাই যাচ্ছে, দু:সময় কাটিয়ে ফর্মে ভালভাবেই ফিরেছেন রোহিত।
এশিয়া কাপের ইতিহাসে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ ছক্কার মালিক হলেন রোহিত শর্মা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৮ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান করেন রোহিত। ইনিংসে দুই ওভার বাউন্ডারিতে এশিয়া কাপে সর্বোচ্চ ২৮ ছক্কার মালিক বনে যান রোহিত।
এতে পেছনে পড়ে যান পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ ছক্কা আছে আফ্রিদির। ২৩ ছক্কা নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন শ্রীলঙ্কার গ্রেট সনাথ জয়সুরিয়া।
এখানেই শেষ নয়, ওয়ানডে ফরম্যাটে ১০ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। ষষ্ঠ ভারতীয় ও বিশ্বের ১৫ তম ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের গণ্ডি টপকে যান। মাইলফলকে পৌঁছনোর জন্য ম্যাচের আগে রোহিতের দরকার ছিল মোটে ২২ রান, যা তিনি অনায়াসে সংগ্রহ করে নেন।
২৪৮ টি ওয়ানডে ম্যাচের ২৪১ টি ইনিংসে ব্যাট করতে নেমে এই মাইলফলক পূর্ণ করেন রোহিত। হিটম্যানের থেকে কম ইনিংসে ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রান করেছেন কেবল তাঁরই সতীর্থ বিরাট কোহলি। বিরাট ২০৫ টি ইনিংসে ব্যাট করে এই কীর্তি গড়েন। এই বিরাটই একদিন আগে ১৩ হাজার ওয়ানডে রানের মাইলফলক ছুঁয়েছেন নিজের ৭৭ তম আন্তর্জাতিক সেঞ্চুরি দিয়ে।
যদিও, লঙ্কানদের বিপক্ষে রোহিত ছাড়া আর কারও ব্যাটই হাসেনি। অল আউট হওয়ার আগে ভারত করতে পারে মাত্র ২১৩ রান। ফলে, ব্যক্তিগত মাইলফলকের পরও স্বস্তিতে নেই ভারত।