ঘূর্ণি জাদুর মাইলফলক

১৫৫ গ্রামের একটা চর্মগোলক। হাতে নেওয়া মাত্রই যেন প্রচণ্ড এক ক্ষুধার সৃষ্টি হয়। উইকেটের ক্ষুধা। প্রতিপক্ষ ব্যাটারকে দ্রুতই প্যাভিলনে ফেরত পাঠানোর ক্ষুধা। তা সেই গোলক ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ছুড়ে হোক, কিংবা চোখ ধাঁধানো ঘূর্ণিতে হোক। সেই ক্ষুধা থেকেই তৈরি হয় কতসব রেকর্ড। কতশত মাইলফলক পেরিয়ে যান বোলাররা।

তেমনই এক মাইলফলক ১৫০ উইকেট। ওয়ানডে ক্রিকেটে বহু বোলার ১৫০ উইকেট শিকার করেছেন তাদের ক্যারিয়ারে। তবে স্পিনারদের মধ্যে দ্রুততম সময়ে এই মাইলফলক ছুঁয়ে দেখেছেন অনেকেই। দ্রুততম সেই পাঁচ বোলারকে নিয়েই থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজন।

  • সাকলাইন মুশতাক (পাকিস্তান)

পাকিস্তান বরাবরই পেসারদের স্বর্গরাজ্য। প্রতিনিয়ত দ্রুতগতির পেস বোলারদের উত্থান ঘটে দেশটির ক্রিকেটে। তবে সেসবের মাঝে একজন ছিলেন বেশ ব্যতিক্রম। তিনি সাকলাইন মুশতাক। তার স্পিন ভেল্কিতে কুপকাত হতে হয়েছে বহু তুখোড় ব্যাটারদের।

দ্রুততম সময়ে ১৫০ উইকেট শিকারি স্পিনারদের মধ্যে তিনি রয়েছেন সবার উপরে। মাত্র ৭৮ ইনিংসে হাত ঘুরিয়ে তিনি ছুঁয়ে দেখেছেন ১৫০ ওয়ানডে উইকেটের মাইলফলক। ২৮৮ ওয়ানডে উইকেট নিয়ে তিনি শেষ করেছেন নিজের ক্যারিয়ার।

  • রশিদ খান (আফগানিস্তান)

ধ্বংসস্তুপের মাঝে থেকে উঠে আসা এক আশার আলো রশিদ খান। আফগানিস্তান ক্রিকেটের অগ্রযাত্রার অন্যতম পথিকৃৎ তিনিই। দেশটির ক্রিকেটকে সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন নিজস্ব গুণাবলিতে। প্রজন্মের অন্যতম সেরা লেগ স্পিনার আফগান রশিদ।

উইকেট শিকারের নেশায় উন্মত্ত তিনি। ব্যাটারদের রীতিমত সংকুচিত করে রাখেন। চাপে ফেলে উইকেট শিকার করতেও তিনি অনন্য। মাত্র ৮০ ইনিংসেই ১৫০ উইকেট বাগিয়েছেন তিনি। উইকেট শিকারি এই বোলার ক্রমাগত ছুটে চলছেন নতুন নতুন সব মাইলফলকের দিকে।

  • অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা)

অজন্তা মেন্ডিসের আগমনে রীতিমত সোরগোল পড়ে গিয়েছিল বিশ্ব ক্রিকেটে। মিস্ট্রি স্পিনার হিসেবে তিনি নজর কেড়েছিলেন সবার। তার ডেলিভারি বোঝা ছিল বড্ড দায়। ব্যাটারদের নাভিশ্বাস তুলে ফেলতেন নিমিষেই। শ্রীলঙ্কার হয়ে মাত্র ৮৪ ম্যাচেই ১৫০ উইকেটের দেখা পেয়ে যান অজন্তা মেন্ডিস।

তাকে নিয়ে বেশ কাঁটাছেড়া হয়েছে। ক্যারিয়ার জুড়েই বিভিন্ন রকমের অভিযোগের জবাব দিতে হয়েছে তাকে। তবে তিনি তা দিয়েছেন ক্রিকেট ময়দানে। বাইশ গজে দাঁড়িয়ে প্রতিটা প্রশ্ন আর অভিযোগের জবাবে তিনি উল্লাস করেছেন।

  • কুলদ্বীপ যাদব (ভারত)

ভারত ক্রিকেটের মহারথীদের ভীড়ে একটুখানি জায়গা করে নিতে চাইছেন কুলদ্বীপ যাদব। নিজেকে সবার থেকে আলাদা করবার মিশনেই যেন নেমেছেন তিনি। ছুটছেন অদম্য গতিতে। সেই গতি তাকে বানিয়েছেন ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম বোলার।

৮৮ ম্যাচে ১৫০ উইকেট শিকার করেছেন তিনি। বিশ্বের স্পিনারদের মধ্যে তিনি রয়েছেন চতুর্থ অবস্থানে। তবে ভারতীয় বোলারদের মধ্যে তিনি রয়েছে দ্বিতীয় স্থানে। তার উপরে রয়েছেন তারই সতীর্থ মোহাম্মদ শামি। ৮০ ম্যাচে শামি ১৫০ উইকেট মাইলফলক ছুঁয়ে দেখেছেন।

  • ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)

উইকেট তুলে নিয়ে, দু’হাত মেলে ভোদৌড়। এই উদযাপনটা ইমরান তাহিরের ট্রেডমার্ক। দক্ষিণ আফ্রিকার হয়ে অসংখ্যবার এমন উদযাপন করেছেন। ওয়ানডেতে ১৫০ বার এমন উদযাপন করতে তার সময় লেগেছে মাত্র ৮৯ ম্যাচ।

দ্রুততম ১৫০ উইকেট শিকারি স্পিনারদের তালিকায় তিনি রয়েছেন পঞ্চম স্থানে। প্রোটিয়াদের হয়ে দীর্ঘ সময় ধরেই তিনি সার্ভিস দিয়েছেন। শেষ ২০১৯ সালে খেলেছিলেন রঙিন জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ। সময়ের পরিক্রমায় তার ধার কমেছে। দলকে হাটতে হয়েছে পরিবর্তনের পথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link