টিম ম্যানেজার নাফিস ইকবালকে দলের সাথে চান না সাকিব আল হাসান। তাই, বিশ্বকাপে থাকছেন না নাফিস। তাই, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালেই তিনি বাসায় চলে গেছেন।
বিশ্বকাপ দল ঘোষণা করা হবে যেকোনো সময়। সেখানে ফিটনেসজনিত ইস্যুতে তামিম ইকবালের থাকার সম্ভাবনা খুবই কম। এবার জানা গেল তাঁর ভাই নাফিসও থাকছেন না দলের সাথে। অথচ, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তিনিই ছিলেন দায়িত্বে।
জানা গেছে, শুধু সাকিব নয়, নাফিসকে নিয়ে আপত্তি আছে কোচ চান্দিকা হাতুুরুসিংহেরও। তাই সরানো হয়েছে নাফিসকে। বিশ্বকাপে ম্যানেজার হিসেবে যাওয়া হচ্ছে না বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারের।
তবে, নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা চলাকালে সেই সিরিজের জন্য দায়িত্ব প্রাপ্ত টিম ম্যানেজারের এই ভেন্যু ছেড়ে যাওয়াটা অপেশাদার। বিসিবির জন্যও বিষয়টা খুবই বিব্রতকর।
ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য নাফিসের দায়িত্বটা পাওয়ার কথা ছিল। কিন্তু, শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টায় বিসিবি। তাই, অভিমান থেকেই মিরপুর ছেড়ে বাসায় চলে যান খান পরিবারের এই বড় ছেলে।
২৭ সেপ্টেম্বর বিকাল চারটায় ভারতের গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরু হবে পাঁচ অক্টোবর। এর আগে গুয়াহাটিতে দু’টো প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।