অজিদের লড়াকু জয়

জশ হ্যাজেলউডের এক ওভার আর ম্যাক্সওয়েলের দূরন্ত ক্যাচের কাছে ম্লান হলো রায়ান রিকেলটনের লড়াই। জয়ের আশা বাঁচিয়ে রেখেও জেতা হলো না আফ্রিকার। অস্ট্রেলিয়া জয় পেল ১৭ রানে।

জশ হ্যাজেলউডের এক ওভার আর ম্যাক্সওয়েলের দূরন্ত ক্যাচের কাছে ম্লান হলো রায়ান রিকেলটনের লড়াই। জয়ের আশা বাঁচিয়ে রেখেও জেতা হলো না আফ্রিকার। অস্ট্রেলিয়া জয় পেল ১৭ রানে।

শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় অস্ট্রেলিয়া। আফ্রিকার বোলিংয়ের বিপরীতে বিপর্যস্ত হয়ে পড়ে তারা। টিম ডেভিডের বিধ্বংসী ইনিংসে অবশ্য মান বাঁচায়, ১৭৮ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই হ্যাজেলউডের শিকার হন এইডেন মার্করাম। ইনিংস বড় করতে ব্যর্থ হন তিনে নামা লুহান ড্রে প্রিটোরিয়াস। আর পাওয়ার প্লের শেষ ওভারে ডেওয়াল্ড ব্রেভিস ফিরে গেলে ৪৮ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে প্রোটিয়ারা।

সেখান থেকেই পাল্টা জবাব আসে রিকেলটন-স্টাবস জুটির কাছ থেকে। স্কোরবোর্ডে দুজনে মিলে যোগ করেন ৭২ রান। এরপরই হ্যাজেলউড ম্যাজিক, মুহূর্তের অন্ধকার নেমে আসে আফ্রিকা শিবিরে।

১৫তম ওভারের চতুর্থ বল হ্যাজেলউডের শিকার হন ২৭ বলে ৩৭ রান করা স্টাবস। ওভারের শেষ বলে আবারও উডের হানা, এবার তাঁর শিকার জর্জ লিন্ডে। আর ওখানেই ছন্দপতন প্রোটিয়াদের।

এক প্রান্তে তখনও লড়ে যাচ্ছিলেন রিকেলটন। ৪৫ বলে তুলে নেন অর্ধশতক। তবে শেষ ওভারে ২১ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হন তিনি। এর পেছনের কারিগর অবশ্য গ্লেন ম্যাক্সওয়েল। দুর্দান্ত ক্যাচ নিয়ে ৭১ রানেই থামিয়ে দেন রিকেলটনের শেষ লড়াই।

অজিদের অভিজ্ঞতা আর হার না মানা মানসিকতার কাছে শেষ পর্যন্ত হারতে হয়েছে প্রোটিয়াদের। সেই সাথে হ্যাজেলউড আবারও প্রমাণ করলেন, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে ওস্তাদ তিনি।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link