দূরত্ব ঢিঙিয়ে আবুধাবি টি-টেন লিগে দুই চেনা মুখ একসাথে। সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ দাঁড়িয়ে আছেন, খসে পড়েছে অদৃশ্য এক দূরত্বের দেয়াল, যেন চৌকাঠ মাড়িয়ে অতীত স্মৃতিতে পা রেখেছেন দুজনেই।
বৃহস্প্রতিবার রাত যেন এক স্বপ্নের রাত হয়ে এলো দেশের ক্রিকেট সমর্থকদের জন্য। দূর প্রাচ্যের এক আকাশে যেন উঠেছে দুই চাঁদ। ক্রিকেট মাঠের সব আলোটা খুঁজে নিল পরিচিত দুই মুখকে।

সাকিবের রয়্যাল চ্যাম্পসের প্রতিপক্ষ তাসকিনের নর্দান ওয়ারিয়র্স। তবে একাদশে সুযোগ মেলেনি সাকিবের। তাসকিনরা যখন বল করছেন, ডাগআউটে চেয়ার টেনে সেই খেলা মনোযোগ দিয়েই দেখছিলেন সাকিব। তবে হঠাৎ উঠে এলেন। তাসকিন তখন ফিল্ডিং করছেন বাউন্ডারি লাইনে, একেবারে সাকিবের সামনেই।
দুজনের দেখাটা শেষমেষ হয়েই গেল তাদের চিরচেনা ক্রিকেট মাঠেই। বিজ্ঞাপন বোর্ডে হাত রেখে বড় ভাই সাকিবের হাস্যজ্জ্বল মুখ, তাসকিনের সিরিয়াসনেস। খেলার ফাঁকে কথা চলল বেশ কিছুক্ষণ। এ যে এক অতি পরিচিত তবে দুর্লভ দৃশ্য। ক্যামেরার লেন্স তাই ধারণ করে রাখল পুরোটা সময়।

বাংলাদেশ ক্রিকেটের প্রাণ সাকিব এখন নেই এই তল্লাটে, তবে তাঁর উপস্থিতি যে বিরাজমান সবখানেই। এই তাসকিনদেরই একসময় আগলে রাখতেন বড় ভাই হয়ে। সময়ের নিষ্ঠুর নিয়মে আজ সবকিছুই বদলে গেছে ঠিকই। তবে বদলায়নি ভালোবাসা, স্নেহ আর সম্মানের জায়গাটা। এমন দৃশ্যগুলো তাই অমলিন হয়ে রয়ে যায় স্মৃতির পাতায়।











