সাঈদ আনোয়ার ও আমির সোহেল দুজনই পাকিস্তান ক্রিকেটের এক অবিস্মরণীয় অংশ। এদের কেউ বাইশ গজে থাকা মানেই প্রতিপক্ষ দলের কপালে চিন্তার ভাঁজ। নব্বইয়ের দশকে টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই পাকিস্তানের ব্যাটিং লাইন আপের নিয়মিত মুখ ছিলেন এই দুইজন।
ওদিকে সাঈদ আনোয়ার ও আমির সোহেল একসাথেও ব্যাট হাতে করেছেন দারুণ কিছু পার্টনারশিপ। এই দুই বাঁহাতি ব্যাটসম্যানের জুটি মানেই যেকোন অবস্থা থেকে ম্যাচ বের করে আনতে পারতো পাকিস্তান। পাকিস্তানের এই দুই ব্যাটসম্যানের অবিস্মরণীয় কিছু জুটি নিয়েই আমাদের এবারের আয়োজন।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬৩ রান (১৯৯৭)
১৯৯৭ সালে লাহোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানের এই দুই ব্যাটসম্যানই চুরমার করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। আগে ব্যাট করতে নেমে ২১৫ রানের অল আউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানও ৫৫ রানেই হারিয়ে ফেলে দুই উইকেট। ওয়েস্ট ইন্ডিজ যখন কিছু আশায় বুক বাঁধতে শুরু করেছে তখন সাঈদ আনোয়ারের সাথে ব্যাট করতে নামেন আমির সোহেল। এই দুইজন মিলে করেন ১৬৩ রানের অপরাজিত এক জুটি। তাঁদের এই জুটিতে মাত্র ৪০.২ ওভারেই ম্যাচ জিতে যায় পাকিস্তান।
- ভারতের বিপক্ষে ১৪৪ রান (১৯৯৬)
সেই সময় ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই উত্তেজনার পারদ। ১৯৯৬ সালে সিঙ্গাপুরে আগে ব্যাট করতে নেমে ২২৬ রান করেছিল ভারত। তবে বৃষ্টির কারণে ৩৩ ওভারে ১৮৭ রানের কঠিন টার্গেট পায় পাকিস্তান। তবে এবারো পাকিস্তানের ত্রানকর্তা হয়ে দাড়ান এই দুই ব্যাটসম্যান।
মাত্র ১৫ ওভারেই এই দুই ব্যাটসম্যান পাকিস্তানকে পৌছে দেন ১০০ রানে। সাঈদ আনোয়ার মাত্র ৪৯ বলে খেলেছিলেন ৭৪ রানের ইনিংস। তাঁদের ১৪৪ রানের জুটিতে ভর করে মাত্র ২৮ ওভারেই ৮ উইকেটের বড় জয় পায় পাকিস্তান।
- ভারতের বিপক্ষে ১১৯ রান (১৯৯৮)
ভারতের বিপক্ষে এই দুই ব্যাটসম্যানের আছে আরো একটি ঐতিহাসিক জুটি। ১৯৯৮ সালে কানাডায় মুখোমুখি হয় এই দুই দল। সিরিজের পঞ্চম ওয়ানডেতে পাকিস্তানকে ২৫৭ রানের টার্গেট দেয় ভারত।
এই বাঁহাতি জুটি আবারো ভারতের বোলিং লাইন আপের সামনে ঢাল হয়ে দাড়ান। দুজন মিলে গড়েন ১১৯ রানের জুটি। আমির সোহেল সেই ম্যাচে ৯৭ রানের অপরাজিত ছিলেন। ওদিকে সাঈদ আনোয়ার ৯৫ বলে করেছিলেন ৮৩ রান।
- নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৭ রান (১৯৯৪)
১৯৯৪ সালে লন্ডনে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক জুটি গড়েন এই দুইজন। আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে মাত্র ১৭২ রানেই অল আউট করে দিয়েছিল পাকিস্তান।
ওদিকে সাঈদ আনোয়ার ও আমির সোহেল মাত্র ২২ ওভারেই করেন ৯৭ রানের জুটি। তাঁদের এই জুটিতে পরে সহজ জয়ই পায় পাকিস্তান। এছাড়া ওই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন আমির সোহেল।
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯১ রান (১৯৯৪)
১৯৯৪ সালে একটি ত্রিজাতীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৫০ রানের লড়াকু স্কোর করেছিল অস্ট্রেলিয়া।
ওই ম্যাচেও এই দুইজনের ঝড়ো ইনিংসে উড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপ। আমির ৩৭ বলে করেছিলেন ৪৫ রান। ওদিকে সাইদ আনোয়ার করেছিলেন ১০৪ রান। এই দু’জনের জুটিতে পাকিস্তান যোগ করে ৯১ রান। ফলে ১১ ওভার হাতে রেখেই সহজ জয় পায় পাকিস্তান।