বিশ্ব পুড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ জ্বরে। আসরের সেমিফাইনাল মাঠে গড়াতে আর অপেক্ষা কেবল কয়েক ঘণ্টার। পৃথিবীব্যাপী ক্রিকেট ভক্তরা অপেক্ষায় আছেন হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিপূর্ণ সেমির দুইটি ম্যাচ উপভোগের জন্য। বুধবার সেমিফাইনালের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান এবং তার পরদিন দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ভারত।
বিশ্বকাপকে ঘিরে কত প্রশ্ন ঘুরছে ভক্ত-সমর্থকদের উদগ্রীব মনে। কোন দু’টি দল সেমিফাইনালের পরীক্ষায় উৎরে যাবে, ফাইনালের মুখোমুখি লড়াইয়ে কারা ইতিহাসে নাম লেখাবে এবং শেষমেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের শিরোপা ঘরে তুলবে কারা।
ক্রিকেটীয় এই উত্তেজনা থেকে দূরে নেই সাবেক ক্রিকেটাররাও। এই তালিকায় গা ভাসালেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। বিশ ওভারের বিশ্বকাপের এবারের আসরের ফাইনাল নিয়ে মুখরোচক এক ভবিষ্যৎদ্বাণী দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
উপমহাদেশীয় বেশিরভাগ ভক্ত সমর্থকরা তো ইতোমধ্যে ফাইনালের ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন। তাঁদের মতে, বিশ্বকাপের শেষ লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যেমনটা সেই ২০০৭ এর স্বল্পতম ফরম্যাটের বিশ্ব আসরে ঘটেছিল, এবারও তার পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলে ধরে নিয়েছে বেশিরভাগ মানুষই।
কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সও ঠিক এইসব ভক্ত সমর্থকদের দলভুক্ত করেছেন নিজেকে। তাঁরও ধারণা এবারের ফাইনালিস্ট ভারত-পাকিস্তানই। এমনকি নিজের টুইটার একাউন্টে তিনি ভারত পাকিস্তান ফাইনালের পক্ষে/বিপক্ষে একটি পোলও করেছেন।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সত্যিই ফ্যান্টাসি ফাইনাল! লোকেরা এখন পর্যন্ত ৭০ শতাংশ হ্যাঁ ভোট দিয়েছেন। কিন্তু আমি নিশ্চিত নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড এরও এই বিষয়ে কিছু বলার থাকবে। উভয় দলেরই আশ্চর্যজনক ব্যাটিং ও বোলিং লাইন আপ আছে এবং তাঁরা ভাল ফর্মে আছে। এইটুকু নিশ্চিত যে দুটি মহাকাব্যিক সেমিফাইনাল সংঘর্ষ হতে চলেছে। আমার ভোট ভারত-পাকিস্তানের ফাইনালের জন্যও যায়। এটা হবে বেশ মুখরোচক এক লড়াই।’
মজার ব্যাপার হল ভারত পাকিস্তান ইতোমধ্যেই এবারের আসরের সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল। অর্থাৎ তাঁদের লড়াই দিয়েই এবার আসরের যাত্রাটা শুরু হয়েছিল। এখন দেখার ব্যাপার হল, টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের ইতিটাও তাঁদের দিয়েই হতে যাচ্ছে কিনা! যদি তাই হয় তবে শেষ হাসিটাই বা হাসতে যাচ্ছে কারা? ভারত নাকি পাকিস্তান?