আজ থেকে শুরু হয়েছে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। টুর্নামেন্টের প্রথম দিন সকালে অনুষ্টিত হয়েছে তিনটি ম্যাচ। প্রথম ম্যাচেই জয় পেয়েছে আবাহনী লিমিটেড তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাকি দুই ম্যাচ।
ডিপিএলের প্রথম দিন সকালেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপ জয়ী ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। এছাড়া দায়িত্বশীল ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। আর বল হাতে অনবদ্য ছিলেন তাইজুল ইসলাম।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে মেহেদী হাসান রানা ও তাইজুল ইসলামের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১২০ রান সংগ্রহ করে পারটেক্স স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে ৫৪ বলে সর্বোচ্চ ৬৫ রান করেন তাসামুল হক।
আবাহনীর পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন তাইজুল ইসলাম। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন এই স্পিনার। এছাড়া মেহেদী হাসান রানা দুটি ও শহিদুল ইসলাম একটি উইকেট শিকার করেন। মোহাম্মদ সাইফউদ্দিন উইকেট না পেলেও ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ২১।
তবে পারটেক্সের ইনিংস শেষেই বৃষ্টি হানা দেয় মিরপুরে। সময় মত দ্বিতীয় ইনিংস শুরু না হওয়াতে আবহনীর নতুন লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয় ১০ ওভারে ৭০। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারালেও অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটে জয় নিশ্চিত করে আবহনী।
২৬ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন মুশফিক। এছাড়া মোহাম্মদ নাঈমের ব্যাট থেকে আসে ১৯ রান। আবহনীর তিনটি উইকেট শিকার করেন শাহবাজ চৌহান, ইমরান আলী ও নিহাদ উজ জামান।
সকালের আরেক ম্যাচে লেজেন্ডস অব রুপগঞ্জের মুখোমুখি হয়েছিল ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত হওয়া ম্যাচটি প্রথম ইনিংস শেষে বৃষ্টির কারণে স্থগিত ঘোষণা হয়েছে।
প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয়ের ৫৫ বলে অপরাজিত ৭৮ রানে ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে ওল্ড ডিওএইচএস। এছাড়া রাকিন আহমেদ করেন ৪৬ রান। রুপগঞ্জের পক্ষে একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ শহীদ, নাবিল সামাদ ও সাব্বির রহমান।
বিকেএসপিতে সকালের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। সেই ম্যাচেও প্রথম ইনিংস ইনিংস শেষ হওয়ার আগেই বৃষ্টি হানা দিলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃষ্টি আসার আগে ১৮.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করেছিল ব্রাদার্স ইউনিয়ন।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেছিলেন জুনায়েদ সিদ্দিকী। এছাড়া ৩১ রান আসে মিজানুর রহমানের ব্যাট থেকে। প্রাইম দোলেশ্বরের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন শরিফুল্লাহ ও কামরুল ইসলাম রাব্বি।
- সংক্ষিপ্ত স্কোর
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ১২০/৫ (ওভার: ২০; সায়েম- ১, মুসা- ১৭, তাসামুল- ৬৫*, মঈন- ২২) (তাইজুল- ৪-০-১২-২, মেহেদী- ৩-০-৩১-৩, শহিদুল- ৪-০-২৪-১)
আবাহনী লিমিটেড: ৭২/৩ (ওভার: ৯.২ ; নাঈম- ১৯, শান্ত- ২, মুশফিকুর- ৩৮*, আফিফ- ২, মোসাদ্দেক- ৬*) (ইমরান- ২-০-১১-১, শাহবাজ- ২-০-১১-১)
ফলাফল: আবহনী লিমিটেড ৭ উইকেটে জয়ী (বৃষ্টি আইন)।