অভিষেক গড়তে একজন যুবরাজের প্রয়োজন

যুবরাজ সিংয়ের সমালোচনার জবাব কৃতজ্ঞতার মাধ্যমে দিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের অভিষেক শর্মা। ভুল শট নির্বাচনের জন্য যার কাছে হয়েছিলেন সমালোচিত। পরের ম্যাচেই দুর্দান্ত ইনিংস খেলার পর তাঁকে জানালেন কৃতজ্ঞতা। তাঁর ক্যারিয়ারে যে যুবরাজ সিংয়ের অবদান নেহায়েৎ কম নয়।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ( আইপিএল) আঠারোতম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ জয় পায় ৬ উইকেট আর ১১ বল  হাতে রেখেই। সেই ম্যাচে দানবীয় ইনিংস খেলে অভিষেক শর্মা হন প্লেয়ার অফ দ্যা ম্যাচ।

২৭ বছর বয়সী এই ক্রিকেটার চেন্নাইয়ের বিপক্ষে মুকেশ চৌধুরীর এক ওভারেই নেন ২৭ রান। ব্যাট হাতে মাত্র ১২ বলে ৩ টি চার আর ৪ টি ছক্কায় তাঁর ৩৭ রানের ইনিংসটি সাজান। যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল ৩০৮.৩৩। দীপক চাহারের বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাঝঘরে। আবার বল হাতেও একমাত্র ওভারে খরচ করেন ৭ রান।

তিনি তাঁর এই পারফরম্যান্সের জন্য কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন আগের ম্যাচে তাঁকে নিয়ে কৌতুক করা ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের প্রতি। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ পরিশ্রমের ফল। এজন্য আমি আমার বাবা, যুবি পাজি আর ব্রায়ান লারার প্রতি কৃতিজ্ঞতা প্রকাশ করছি।’

পিচের বিষয়ে তিনি বলেন, ‘যখন বোলিং করছিলাম তখন বুঝতে পারছিলাম যে উইকেটটি ধীর গতির হবে। তাই পাওয়ার প্লেটাকে কাজে লাগানোর চেষ্টা করেছিলাম। আইপিএল শুরুর আগেই ভাল প্রস্তুতি নেয়ার সুযোগ ছিল আমাদের।’ হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স অভিষেকের এই দানবীয় ইনিংস দেখে বেশ অভিভূত হন। তিনি মজার ছলে বলেই ফেলেন, ‘আমি অভিষেককে বল করতে যাব না।’

লম্বা ইনিংস নাকি বেশি স্ট্রাইক রেট ? এই প্রশ্নের জবাবে অভিষেক লম্বা ইনিংসকেই প্রাধান্য দেন। আর বলেন, ‘আজ আমি ধারাবাহিকভাবেই রান করেছি। আশা করি, পরের ম্যাচগুলোতেও ইনিংস দীর্ঘ করতে পারব।’

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলার পরেও ভুল শট নির্বাচনের কারণে আউট হন তিনি। আর এই কারণেই তাঁকে নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। অভিষেক তাঁকে নিয়ে কৌতুকের জবাবটা ব্যাট হাতেই দিলেন। যুবরাজের প্রতি জানালেন কৃতজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link