Social Media

Light
Dark

অ্যাডায়ার ভাইদের বীরত্বে গড়া আইরিশ ইতিহাস

নি:সন্দেহে আইরিশ ক্রিকেটীয় চিত্রপটে সুন্দরতম এক নৈবেদ্য এই জয়। যার মূল শিল্পী ছিলেন মার্ক আর রস অ্যাডায়ার।

২৯ সেপ্টেম্বর আইরিশ ক্রিকেট ইতিহাসের অন্যতম নন্দিত একটা দিন। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো টি-টুয়েন্টি পরাজয়ের স্বাদ এনে দেয় আয়ারল্যান্ড। যার নায়ক ছিল অ্যাডায়ার ভ্রাতৃদয়।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে আইরিশদের ব্যাটিং এ পাঠায় প্রোটিয়ারা। যেখানে প্রথম ইনিংসে ১৯৫ রানের বড় স্কোর তোলে আয়ারল্যান্ড। 

যার মূল কারিগর ছিলেন ওপেনার রস অ্যাডায়ার। ৫৮ বলে অনবদ্য শতরানের ইনিংস উপহার দেন দলকে। যাতে ছিল ৫ চার সাথে ৯ টি ছয়। ১৭২.৪১ স্ট্রাইকরেটে ব্যাট চালান তিনি। বলে রাখা ভাল আইরিশ ওপেনারের প্রথম টি-টুয়েন্টি শতক ছিল এটি। 

পাশাপাশি অধিনায়ক পল স্টার্লিংও করেন চমৎকার ৫২টি রান। রসের সাথে ওপেনিং জুটিতে করেন ১৩৭ টি রান। যদিও এরপরে দল ছোট্ট বিপর্যয়ে পড়ে ৪৩ রানে ছ’টি উইকেট খুইয়ে দেয়। ১৯৫ রানে ইনিংসের ইতি টানে আয়ারল্যান্ড। 

বল হাতেও জ্বলে ওঠেন আইরিশরা। যার সুবাদে ১৮৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। এইখানের মূল নায়ক ছিলেন রসেরই ভাই মার্ক অ্যাডায়ার। নিজের ভাগের পুরো ৪ ওভার বল করেন তিনি। যাতে তার শিকার চার উইকেট। সাথে ৭.৭৫ ইকোনোমিতে দেন মাত্র ৩১ রান।

এছাড়ায় গ্রাহাম হিউম তোলেন ৩ উইকেট। আর ম্যাথিউ হামফ্রিস ও বেঞ্জামিন হোয়াইট একটা করে উইকেট তুলে নেন। যার তোড়ে ১০ রানে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা।

নি:সন্দেহে আইরিশ ক্রিকেটীয় চিত্রপটে সুন্দরতম এক নৈবেদ্য এই জয়। যার মূল শিল্পী ছিলেন রস আর মার্ক অ্যাডায়ার। এভাবে খেললে নি:সন্দেহে এক চমৎকার টি-টুয়েন্টি ভবিষ্যত অপেক্ষা করছে আইরিশ দের জন্য।

Share via
Copy link