More

Social Media

Light
Dark

মাদ্রিদ ডার্বিতে এন্ড্রিকের স্বার্থপরতার অধ্যায়

এর আগের পাঁচ ম্যাচে মাত্র একবার নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিততে পেরেছিল রিয়াল মাদ্রিদ। এজন্যই হয়তো এবার রক্ষণে বেশি জোর দিয়েছিলেন আনচেলত্তি, কিন্তু সেটাই কাল হয়ে দাঁড়ালো। সুযোগ ছিল বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান অনেকটাই কমিয়ে আনার, কিন্তু নিদারুণ অবহেলায় হাতছাড়া হলো সেই সুযোগ।

স্বার্থপরতা নাকি অতি আত্মবিশ্বাস – স্টুটগার্টের বিপক্ষে যেভাবে গোল দিয়েছিলেন এন্ড্রিক, ঠিক সেরকম পরিস্থিতি অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষেও তৈরি হয়েছিল। সেটা ভেবেই অনেকটা দূর থেকেই শট নিয়ে বসেন তিনি, কিন্তু এবার আর ভাগ্য সহায় হয়নি। অথচ পাশে থাকা বেলিংহ্যামকে পাস দিলে তৈরি হতে পারতো গোলের সুবর্ণ সুযোগ! তাঁর ভুলের বিনিময়ে দলকে দিতে হলো কড়া মূল্য।

এদিন ফোর ম্যান ব্যাকলাইন তো আগে থেকেই ছিল, লুকা মদ্রিচ আর রদ্রিগোকে তুলে আরো দু’জন ফুলব্যাককে মাঠে নামালেন কার্লো আনচেলত্তি। সবমিলিয়ে ছয়জন ডিফেন্ডার নিয়ে শেষদিকে খেলেছিল রিয়াল মাদ্রিদ, তবু হয়নি শেষ রক্ষা। অফসাইড ট্র্যাপ ফাঁকি দিয়ে অন্তিম মুহূর্তে গোল আদায় করে নিয়েছেন অ্যাঞ্জেল কোরেরা।

৭১ মিনিটে মাঠে নামার পর থেকেই দারুণ সরব ছিলেন কোরেরা, কখনো বিহাইন্ড দ্য রান নিয়েছেন কখনো আবার নিজেই বল নিয়ে হানা দিয়েছেন। ৯৬ মিনিটের সময় আসে প্রত্যাশিত সেই ক্ষণ, জাভি গালানের বাড়ানো নিখুঁত থ্রু পাস ধরে থিবো কোর্তোয়াকে ড্রিবলিংয়ে পরাস্ত করেন তিনি। ভারসাম্য হারিয়ে পড়ে যেতে যেতেও কোনরকমে বল জালে জড়ান এই আর্জেন্টাইন।

আর তাতেই ড্র নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হলো রিয়াল মাদ্রিদ, অবশ্য পুরো ম্যাচে তাঁদের কখনোই মনে হয়নি জয়ের জন্য ক্ষুধার্ত। কিলিয়ান এমবাপ্পে বিহীন দলটার মাঝে আগ্রাসী মনোভাব ছিল না বললেই চলে।

ছয় ডিফেন্ডারের গল্প তো আগেই শুনেছেন, এর আগেও কেবল রক্ষণেই মনোযোগ ছিল লস ব্ল্যাঙ্কোসরা। তার উপর অ্যাটলেটিকো মাদ্রিদ তাঁদের কাউন্টার এটাক করার কোন পথই দেয়নি, ফলে একের পর এক আক্রমণ সামলেই সময় পার করেছে সফরকারীরা। ভাগ্যিস ভিনিসিয়াসের অ্যাসিস্ট থেকে গোল পেয়েছেন এডার মিলিটাও, তা নাহলে এক পয়েন্টও হয়তো জুটতো না।

এর আগের পাঁচ ম্যাচে মাত্র একবার নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিততে পেরেছিল রিয়াল মাদ্রিদ। এজন্যই হয়তো এবার রক্ষণে বেশি জোর দিয়েছিলেন আনচেলত্তি, কিন্তু সেটাই কাল হয়ে দাঁড়ালো। সুযোগ ছিল বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান অনেকটাই কমিয়ে আনার, কিন্তু নিদারুণ অবহেলায় হাতছাড়া হলো সেই সুযোগ।

Share via
Copy link