আফ্রিদিও পাননি পারিশ্রমিক, অন্তহীন বিপিএল কাণ্ড

এবার শহীদ আফ্রিদি যুক্ত হলেন পারিশ্রমিক না পাওয়াদের দলে। এতটাই চটেছেন তিনি যে বাংলাদেশ ও পাকিস্তান দেশের প্রধানদের কাছেও অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।

পারিশ্রমিক পাননি শহীদ আফ্রিদি। বাংলাদেশের প্রধান উপদেষ্টার শরণাপন্ন হবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। কাঠগড়ায় তুলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রানার আপ দল চিটাগং কিংসকে।

দুই মাস আগে শেষ হয়েছে বিপিএল। কিন্তু এখনও আলোচনা-সমালোচনা শেষ হয়নি। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে সরগরম ছিল এবারের বিপিএল মৌসুম। আবারও সেই পারিশ্রমিক ইস্যু চলে আসল সামনে।

এবার শহীদ আফ্রিদি যুক্ত হলেন পারিশ্রমিক না পাওয়াদের দলে। এতটাই চটেছেন তিনি যে বাংলাদেশ ও পাকিস্তান দেশের প্রধানদের কাছেও অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।

বিপিএলের একাদশ তম আসরে রানার্সআপ হয়েছে চিটাগাং কিংস। সেই দলের মেন্টর হয়ে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানি কিংবদন্তি। তার সাথে এক লাখ ডলারের চুক্তি করেছিল চিটাগাং ফ্রাঞ্চাইজি। যেখানে বাংলাদেশে আসা মাত্র ৫০ হাজার ডলার দেওয়ার কথা। এরপর টুর্নামেন্ট চলাকালীন আরও ৫০ হাজার ডলার দেওয়ার কথা।

কিন্তু আফ্রিদি দাবি করেছেন তিনি এখন পর্যন্ত স্রেফ ১৯ হাজার ডলার পেয়েছেন। পারিশ্রমিকের জন্যে বারংবার যোগাযোগ করার চেষ্টা করেছেন চিটাগাং কিংসের কর্ণধার সামির কাদির চৌধুরীর সাথে। কিন্তু যোগাযোগ স্থাপনে ব্যর্থ হয়েছে শহীদ আফ্রিদি। কোন উপায়ন্তর না পেয়ে, তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে।

সেখানেই তিনি নিজের অভিযোগের সকল বিষয়বস্তু উল্লেখ করেছেন। আফ্রিদি পরবর্তীতে এই বিষয়ে মুখ খুলেছেন, তিনি বলেছেন, ‘সামিরের আচরণে হতবাক হয়ে গেছি। এমন কিছু আশা করিনি। দুই-তিন দিন আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছি। প্রয়োজন হলে আমাদের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও লিখব।’

পারিশ্রমিক বাকি থাকার কথা স্বীকার করেছেন সামির কাদির। তিনি বলেছেন, ‘২১ হাজারের মতো দেওয়া হয়েছে। বাকিগুলোও পেয়ে যাবে, এমন তো নয় যে পাবে না। উনি তো আর ক্রিকেটার নন, উনারটা উনি পেয়ে যাবেন।’ এখানে অবশ্য আরও একটা প্রশ্ন উদীত হয়, তবে কি চিটাগাং কিংসের ক্রিকেটাররা যথাযথ পারিশ্রমিক পাবেন না?

Share via
Copy link