ইনজুরি আক্রান্ত দল নিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আত্মবিশ্বাসে পূর্ন হয়েই ২০২২ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলার জন্য অস্ট্রেলিয়া উড়াল দেয় শ্রীলঙ্কা ক্রিকেট দল। তবে নিজেদের প্রথম ম্যাচেই নামিবিয়ার কাছে হেরে আত্মবিশ্বাসে চিড় ধরলেও পরের দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভ খেলার যোগ্যতা অর্জন করে দাসুন শানাকার দল।
সুপার টুয়েলভের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে দারুণ শুরু করলেও পরের ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হেরে বসে। তবে ম্যাচ হারলেও লঙ্কানদের দুশ্চিন্তার মূলে রয়েছে খেলোয়াড়দের ইনজুরি।
বিশ্বকাপের শুরুতেই পেসার দিলশান মাদুশাঙ্কা ইনজুরির কারণে ছিটকে যায়। ১৮ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে গ্রেড টু ইনজুরিতে পড়ে দলের সেরা বোলার দুশমন্ত চামিরা টুর্নামেন্ট থেকে বাদ পড়েন। আরেক পেসার প্রমোদ মাদুশানও আরব আমিরাতের ম্যাচের পর থেকে চোটের কারণে দলে সুযোগ পাচ্ছেন না। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দুশমন্ত চামিরার বদলে দলে ডাক পাওয়া বিনুরা ফার্নান্দোকে চোটে পড়ে মাঠ ছাড়তে দেখা যায়।
একের পর এক ইনজুরিতে বিধ্বস্ত শ্রীলঙ্কা এবার দলে ডেকেছে দুই পেসার আসিথা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা এবং উইকেট রক্ষক ব্যাটার নিরোশান ডিকভেলাকে। এখনই বিশ্বকাপ দলে ডাক না পেলেও অস্ট্রেলিয়ায় দলের সাথেই ভ্রমন করবেন এই তিন ক্রিকেটার।
কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে তাদের স্থলাভিষিক্ত হবেন তারা। তবে এত ইনজুরির খবরেও বিভ্রান্ত হচ্ছেন না কোচ ক্রিস সিলভারউড। তার হাতে থাকা খেলোয়াড়দের নিয়েই বিশ্বকাপে ভাল কিছু করার প্রত্যাশা শ্রীলঙ্কান কোচের। পরবর্তী ম্যাচে আগামী শনিবার সিডনিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।