রাহানের যে রেকর্ড আর কারো নেই

মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, কিংবা রোহিত শর্মা - ভারতের নামিদামি তারকাদের অধিনায়ক হিসেবে আইপিএলে কতবারই তো দেখা গিয়েছে। তবে অধিনায়কত্বের একটা রেকর্ড তুলনামূলক অখ্যাত আজিঙ্কা রাহানের দখলে। ঠিক শুনেছেন, আঠারো বছরের ইতিহাসে কেবল তাঁর নামের পাশে রয়েছে কীর্তি। 

মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, কিংবা রোহিত শর্মা – ভারতের নামিদামি তারকাদের অধিনায়ক হিসেবে আইপিএলে কতবারই তো দেখা গিয়েছে। তবে অধিনায়কত্বের একটা রেকর্ড তুলনামূলক অখ্যাত আজিঙ্কা রাহানের দখলে। ঠিক শুনেছেন, আঠারো বছরের ইতিহাসে কেবল তাঁর নামের পাশে রয়েছে কীর্তি।

অবশ্য খুব বিশেষ কিছু নয়, তিনটি ভিন্ন ভিন্ন ফ্রাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন রাহানে। আর কোন ভারতীয় পারেননি এমনটা করতে, অনন্য একটা ব্যাপার বটে।

কলকাতা নাইট রাইডার্স চলতি মৌসুমে অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছিল এই ব্যাটারের নাম। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয় তাঁর যাত্রা, আর এ ম্যাচ দিয়েই ইতিহাসের পাতায় নাম লেখান তিনি।

এর আগে ২০১৭ সালে রাইজিং পুনে সুপার জায়ান্টসের জার্সি গায়ে এক ম্যাচে টস করতে এসেছিলেন এই ডানহাতি; যদিও ২০১৮ এবং ২০১৯ সালের আসরে নিয়মিত অধিনায়ক ছিলেন তিনি; রাজস্থান রয়্যালসকে এসময় মোট ২৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন।

রেকর্ড গড়ার দিনে এই তারকার সময়টা কেটেছে মিশ্র অনুভূতির মধ্য দিয়ে। ব্যক্তিগতভাবে সফল হয়েছেন তিনি, দুর্দান্ত একটা হাফসেঞ্চুরি হাঁকিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি সেটা, কোহলি-সল্টের ব্যাটে ভর করে কলকাতাকে হারায় ব্যাঙ্গালুরু।

অধিনায়কত্বের সঙ্গে রাহানের সম্পর্ক বেশ রোমাঞ্চকর, ঐতিহাসিক বর্ডার গাভাস্কর ট্রফি জয়ের কাব্য তো তাঁর অধীনেই লেখা হয়েছে। এবার রাইডার্সদের হয়ে কেমন করেন তিনি সেটাই দেখার বিষয়।

Share via
Copy link