আফসোস আর আক্ষেপের অ্যাপ্রোচ

আফসোস, আক্ষেপ আর বাংলাদেশের নেতিবাচক আপ্রোচের মোড়কে লেপ্টে শেষ হল গল টেস্ট। ১২ বছর পর ড্র দেখল গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। অথচ হতে পারত প্রাপ্তির দৃষ্টিনন্দন এক অধ্যায়। কিন্তু হল না। বাংলাদেশ চাইল না। সমুদ্রের পাড়ে জয়ের অনবদ্য এক গল্প লেখার ইচ্ছেটুকুই যেন ছিল না। মনের গহীনে ছিল এক সুপ্ত ভয় - ‘যদি হেরে যাই!’

আফসোস, আক্ষেপ আর বাংলাদেশের নেতিবাচক আপ্রোচের মোড়কে লেপ্টে শেষ হল গল টেস্ট। ১২ বছর পর ড্র দেখল গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। অথচ হতে পারত প্রাপ্তির দৃষ্টিনন্দন এক অধ্যায়। কিন্তু হল না। বাংলাদেশ চাইল না। সমুদ্রের পাড়ে জয়ের অনবদ্য এক গল্প লেখার ইচ্ছেটুকুই যেন ছিল না। মনের গহীনে ছিল এক সুপ্ত ভয় – ‘যদি হেরে যাই!’

শেষ বিকেলে বাংলাদেশের স্পিনাররা উইকেট নিয়েছেন চারটি। এর মধ্যে তাইজুল ইসলামের ঝুলিতে তিনটি উইকেট গিয়েছে, আর একটি উইকেটে মালিক নাঈম হাসান। অথচ তারা আরেকটু সময় পেলেই হয়ত দৃশ্যপট ভিন্ন হলেও হতে পারত। কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সেই সুযোগটুকু থেকে বঞ্চিত করলেন তাইজুলদের।

গলে শেষ পাঁচ বছরে স্পিনারদের উইকেট শিকারের সংখ্যাটা চোখ কপালের তোলার জন্যে যথেষ্ট। এর মধ্যে পঞ্চম দিনের উইকেট। সেখানেও বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ভরসা করতে পারলেন না তাদের স্পিনারদের উপর। অথচ এমন এক ফাটল ধরা, ক্লান্ত উইকেট তাইজুল-নাঈমরা ঘূর্ণির ফাঁদ ঠিকই পেতেছিলেন।

সেই ফাঁদে ধরা দিয়েছেন শ্রীলঙ্কার চার ব্যাটার। হাতে নিদেনপক্ষে ৫০ ওভার থাকলেও হয়ত তাইজুলরা নিজেদের আঙুলের ছোঁয়ায় বাংলাদেশকে একটা জয় এনে দিতে পারতেন। স্রেফ ৩২ ওভারে তারা এনে দিয়েছেন চারখানা উইকেট। যেখানে লঙ্কান ব্যাটাররা একটা পর্যায়ে খোলসবন্দী হয়ে গিয়েছিলেন।

২৯৬ রানের টার্গেটে চতুর্থ ইনিংসের শুরুর দিকে অবশ্য শ্রীলঙ্কা তাড়া করতে চেয়েছিল সেই লক্ষ্যমাত্রা। কিন্তু লাহিরু উদারা ও দিনেশ চান্দিমাল দ্রুত ফিরলে, আর জয়ের জন্যে প্রচেষ্টা চালায়নি লঙ্কানরা। উইকেট দিতে না চাওয়ার দেয়াল ভেঙে তবুও আরও দু’টো উইকেট হয়েছে তাইজুল-নাঈমদের।

আর তাতেই বরং আক্ষেপ বেড়েছে। মনে প্রশ্ন জেগেছে- ‘আরেকটু আগে ব্যাটিং ছেড়ে দিলে কি এমন ক্ষতি হতো?’ বাংলাদেশ স্রেফ ঝুঁকি নিতে চায়নি। তারা ম্যাচ হারতে চায়নি, সে কারণেই তারা ম্যাচ জেতার চেষ্টাকে নূন্যতম বানিয়ে ড্র করার পথকে করেছে আলিঙ্গন। এভাবে সমুদ্রতটের মৃত শামুকের খোলস হাতে আসে, রত্ন পেতে হলে তো ডুব সাঁতার দিতে হয়।

Share via
Copy link