রোহিত শর্মার উপর নেই অধিনায়কত্বের বাড়তি চাপ, স্বাধীনভাবে খেলার সুযোগ পাবেন ভারতীয় এই ওপেনিং ব্যাটার। তাতে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের উপকারই হবে। এমনটাই মনে করেন সাবেক অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
গুজরাট টাইটান্সে দুইটি সফল বছর কাটিয়ে এবার মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। টানা দুই বার গুজরাটকে ফাইনালে নিয়ে যান হার্দিক। এর মধ্যে একবার জয়ী হয় তার দল। রোহিতের পরিবর্তে এবার তাঁর কাঁধে মুম্বাইয়ের দায়িত্ব ভার তুলে দেয়া হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেই এবার হার্দিক পেয়েছেন নেতৃত্ব।
স্টার স্পোর্টসের শো গেম প্ল্যানের সময় ফিঞ্চ বলেছেন, ‘আমি মনে করি, রোহিতের জন্য চ্যালেঞ্জটা হবে শুধু সাবলীলভাবে ব্যাটিং শুরু করা। যেটা সে ভারত আর মুম্বাইয়ের জন্য অনেক বার করছে। এটা তার কাঁধের বোঝা কমিয়ে দিতে পারে।’
‘আপনি যখন একটা দলের অধিনায়কত্ব করছেন, আপনি যেখানেই যান আপনিই দলের অধিনায়ক। আপনাকে এতে অনেক নিমগ্ন থাকতে হয়। তবে এখন তার (রোহিত শর্মা) স্বাধীনভাবে ব্যাট করার সুযোগ রয়েছে। যা তার এবং মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য উপকারী হবে’- ফিঞ্চ।
দু’বারের সাবেক চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) গতবার সপ্তম স্থানে ছিল। ফিঞ্চ আশা করে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক দলে যোগ দিলে কলকাতা আরো ভাল করতে পারবে।
তিনি আরও বলেন ‘আমি মনে করি কেকেআর গত বারের তুলনায় আরো ভাল করবে। গতবার তাঁরা তাদের সেরাটা দিতে পারেনি। তবে শ্রেয়াস আইয়ারের ইনজুরি দলকে(কেকেআর) কতটা ভোগায় সেটাই দেখার বিষয়।’ স্টার্কের সংযুক্তি নিয়ে ফিঞ্চ বলেন, ‘আপনি যখন মিচেল স্টার্ককে কোনো টি-টোয়েন্টি দলে খেলান, সেই দল নিশ্চয়ই ভাল করবে। নতুন বলে সুইং করাতে সে খুবই দক্ষ। বিশেষভাবে পাওয়ার প্লে এবং শেষের ওভারগুলোতে।’
ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন, অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত খেলার পর সানরাইজার্স হায়দ্রাবাদ প্যাট কামিন্সকে অধিনায়কত্ব দিতে পারে। কামিন্স ৫০ ওভারের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে জয়ের মুকুট এনে দিয়েছেন। তাছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তকমাটাও তার হাত ধরেই এসেছে।
ইরফান আরো বলেন, ‘সানরাইজার্স হায়দ্রাবাদ প্যাট কামিন্সের ধারাবাহিকতাকে প্রাধান্য দিচ্ছে। আইসিসি ৫০ ওভারের বিশ্বকাপে এবং টেস্ট বিশ্বকাপে বেশ ভাল পারফর্মেন্স করেছে সে। আমার সন্দেহ শুধু তার আইপিএলের পরিসংখ্যান নিয়ে। তার ইকোনমি ৮ .৫, যা ভাল মানের বোলারের জন্য একটু বেশিই।’
তবে কামিন্সের দুর্দশা বদলে যাবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন ইরফান। তিনি বলেন, ‘আশা করি সেটা এক মৌসুমেই পরিবর্তিত হয়ে যেতে পারে। হায়দ্রাবাদ আশা করছে সে এসে দলকে জিতিয়ে যাবে। যা তাঁরা বেশ অনেক দিন যাবত করতে পারছে না। তবে আমি অবশ্যই মনে করি ৫০ ওভার আর টেস্ট ক্রিকেটের তুলনায় টি-টোয়েন্টি ভিন্ন ধরনের খেলা।’