ভারতে করোনার পরিস্থিতি বেশ উদ্বেগজনক।
আমি আগামীকাল থেকে চলতি আইপিএল থেকে বিরতি নিচ্ছি। আমার পরিবার ও যৌথ পরিবারের সদস্যরা করোনার বিরুদ্ধে লড়াই করছে। আর আমি এই কঠিন সময়ে তাদের সমর্থন দিতে চাই। যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে আমি আইপিএলে ফিরে আসতে প্রত্যাশী। ধন্যবাদ দিল্লি ক্যাপিটালস।
এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন রবিচন্দ্রন অশ্বিন। গতকাল দিনের দ্বিতীয় ম্যাচেও সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই স্পিনার। এই ম্যাচে সুপার ওভারে জয় পেয়েছে দিল্লি। ম্যাচ শেষে নিজের টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে আর আইপিএল না খেলার বিষয়টি নিশ্চিত করেন অশ্বিন।
এই স্পিনার বলেন, ‘আমি আগামীকাল থেকে চলতি আইপিএল থেকে বিরতি নিচ্ছি। আমার পরিবার ও যৌথ পরিবারের সদস্যরা করোনার বিরুদ্ধে লড়াই করছে। আর আমি এই কঠিন সময়ে তাদের সমর্থন দিতে চাই। যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে আমি আইপিএলে ফিরে আসতে প্রত্যাশী। ধন্যবাদ দিল্লি ক্যাপিটালস।’
রবিচন্দ্রন অশ্বিনের এমন সিদ্বান্তকে সাধুবাদ জানিয়েছে তার দল দিল্লি ক্যাপিটালসও। এক বিবৃতিতে তারা জানায়, ‘রবিচন্দ্রন অশ্বিন তাঁর পরিবারকে করোনা বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন দিতে আইপিএলের এবারের আসর থেকে বিরতি নিয়েছেন। পরিস্থিতি ভালো হলে সে ফিরে আসবে। আমরা তাকে পুরোপুরি সমর্থন করি।’
ভারতে করোনার দ্বিতীয় ধাপ শুরু হওয়ার পর থেকেই টুইটারে করোনা নিয়ে একের পর এক পোস্ট করে যাচ্ছেন অশ্বিন। সচেতনতা বৃদ্ধি করার জন্য ইতোমধ্যে নিজের টুইটারের নাম পরিবর্তন করে ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আপনার ভ্যাকসিন নিন’ রেখেছেন তিনি।
এর আগে একটি টুইটে তিনি বলেন, ‘আমার দেশের চারদিকে যা ঘটছে তা দেখে আমি ব্যথিত। আমি স্বাস্থ্যকর্মীদের ভিতর অন্তর্ভুক্ত নই। কিন্তু তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি প্রতিটি ভারতীর কাছে সতর্কতা অবলম্বন ও সুরক্ষিত থাকার জন্য আন্তরিক আবেদন জানাতে চাই।’
তার আগের এক টুইটে বলেন, ‘আমি জানি আমার টুইটে অনেক মানুষ আমার সুযোগ সুবিধা ও অবস্থান দেখে ভাববেন আমি কতটা ভাল আছি। আমি আবার বলতে চাই যে, এটি এমন একটা ভাইরাস যা কাউকে ছাড় দেয়না। এই লড়াইয়ে আমিও আপনাদের সঙ্গে আছি। আমার কোন সাহায্য লাগে কিনা তা আমাকে জানান। আমার সামর্থ্যানুযায়ী যে কাউকে সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছি।’